Ajker Patrika

কলাকুশলীদের নিয়ে ক্রিয়েটিভ সামিট

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৮: ৪৮
কলাকুশলীদের নিয়ে ক্রিয়েটিভ সামিট

টেলিভিশন মাধ্যমে যাঁরা কাজ করেন, তাঁদের নিয়ে কিছুদিন আগে বৈঠকে বসেছিল অভিনয়শিল্পী সংঘ। টিভিনাটক ও শিল্পীদের ইদানীংকালের সংকটের কথা উঠে এসেছিল সেই আলোচনায়।

 নাসির উদ্দীন ইউসুফসমস্যাগুলো নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন, সমাধান খুঁজেছেন। এবার এ রকম আরও একটি বড়সড় আয়োজনের কথা শোনা যাচ্ছে। তার প্রস্তুতি হিসেবে গতকাল এক হয়েছিলেন চলচ্চিত্র এবং ওটিটি মাধ্যমের অভিনয়শিল্পী, নির্মাতাসহ কলাকুশলীরা। সেখানে অভিনেতা তারিক আনাম খান, বাঁধন, স্বাগতা, সুষমা, ইরেশ যাকেরসহ নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, মেজবাউর রহমান সুমন, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শাওকি, তানিম নূর, রায়হান রাফী, গাউসুল আলম শাওনসহ অনেককেই দেখা গেছে। কী উদ্দেশ্য নিয়ে একত্র হলেন তাঁরা? জবাবে তারিক আনাম খান জানালেন, সবাইকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে। সেটার নাম দেওয়া হয়েছে ‘ক্রিয়েটিভ সামিট’। সেখানে চলচ্চিত্র এবং ওটিটি মাধ্যমের কুলাকুশলীরা থাকবেন। এই সময়ে মুক্তভাবে কনটেন্ট পরিবেশনের বিভিন্ন উপায় এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করবেন তাঁরা। সাম্প্রতিক সময়ে ‘হাওয়া’ সিনেমায় থাকা পাখির দৃশ্য নিয়ে সৃষ্ট সমস্যা এবং শনিবার বিকেল সিনেমার সেন্সর জটিলতা তাঁদের এমন একটি ক্রিয়েটিভ সামিট করতে ভাবিয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীতারিক আনাম খান বলেন, মুক্তভাবে সিনেমা নির্মাণের জন্য নীতিনির্ধারকদের উৎসাহী করতে এবং পলিসি মেকিংয়ে সাহায্য করতে সামিটটি করা। এর সঙ্গে জড়িত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, পিপলু আর খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকে। সবাই মিলে কার্যক্রম ঠিক করা হবে। শিগগিরই সংবাদ সম্মেলন করে সামিটের তারিখসহ বিস্তারিত জানানো হবে।

অমিতাভ রেজা চৌধুরীএ সামিটে আন্তর্জাতিকভাবে পরিচিতদের আমন্ত্রণ জানানোর কথা আছে বলেও জানালেন তিনি। ক্রিয়েটিভ সামিটের আয়োজক ফিল্ম অ্যালায়েন্স অব বাংলাদেশ (এএফবি) নামের একটি সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত