Ajker Patrika

সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৪৫
সরিষার বাম্পার ফলনের আশা কৃষকদের

চলতি মৌসুমে বরগুনার আমতলী উপজেলায় পতিত জমিতে লবণসহিষ্ণু সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় এবারও সরিষা চাষে আগ্রহী হয়েছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছরও লাভবান হবে বলে আশা করছেন কৃষকেরা।

আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫০ হেক্টর। এর মধ্যে ১৫ হেক্টর পতিত। লবণাক্ততার কারণে ১৫ হেক্টর জমি দীর্ঘদিন পতিত ছিল। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা লবণসহিষ্ণু জাতের বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা। অগ্রহায়ণ মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন। তিন মাসের মধ্যে সরিষার ফলন আসে। মাঘ মাসের শেষে কৃষকেরা সরিষার ফলন কাটা শুরু করবেন। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপসহকারী কৃষি অফিসার মো. বাবুল মিয়া।

ঘটখালী গ্রামের কৃষক মো. মহসিন হাওলাদার বলেন, ‘গত ১০ বছর ধরে আমার এক একর জমি পতিত ছিল। লবণাক্ততার কারণে ওই জমিতে ফসল তো দূরের কথা, ঘাসও হতো না। ওই জমিতে এ বছর লবণসহিষ্ণু সরিষা চাষ করেছি। বাম্পার ফলন হয়েছে। আশা করি নিজের তেলের চাহিদা মিটিয়ে বিক্রি করে ভালো লাভবান হব। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাঁদের দেওয়া লবণসহিষ্ণু বীজ আবাদ করেছি।’

একই গ্রামের মিঠু ও নেপাল বলেন, পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পূরণ করে বেশ ভালো লাভবান হতে পারব।

চালিতাবুনিয়া গ্রামের মহিউদ্দিন মাতুব্বর বলেন, এ বছর উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছি। এর আগে সরিষা চাষ করিনি। ভালো ফলন হয়েছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার সি এম রেজাউল করিম বলেন, ‘পতিত জমিতে লবণসহিষ্ণু বিনা সরিষা-৯ চাষ করে করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর কৃষকেরা সরিষা চাষে বেশি ঝুঁকছেন। এ বছর পতিত জমিসহ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত