বাঘা প্রতিনিধি
ঢাকঢোলের শব্দে সরগরম হয়ে উঠেছে বাঘা উপজেলার দিঘা গ্রামের ঋষিপাড়া। পাড়ায় ঢুকতেই শোনা গেল ঢাকঢোলের শব্দ। কেউ পুরোনো ঢাকঢোল মেরামতে, কেউ নতুন ঢাকঢোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি ঢুলিদের এ ব্যস্ততা চলছে।
এই পাড়ার ঢুলি রতন দাস জানান, নানা কারণে ঢোল বাদকের সংখ্যা কমে গেছে। তবে এই পাড়ার ১৭টি পরিবার এখনো এ পেশার সঙ্গে জড়িত আছে। উপজেলার সবগুলো পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন এলাকার দুর্গাপূজায় এ পাড়ার বাদকদের ডাক পড়ে। তাই পুরোনো ঢাকঢোলগুলো মেরামতের পাশাপাশি এ সময় নতুন নতুন ঢাকঢোল তৈরি করতে হয়। সেগুলো আবার বাজিয়ে চর্চাও করে নিতে হয়। ফলে পূজার এ সময়টাতে তাঁদের ব্যস্ততা একটু বেড়েই যায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার দিঘাসহ কয়েকটি ঋষিপাড়ায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
প্রভাস দাস বাঘা পৌরসভার সড়কঘাট এলাকার ঢুলি। তিনি বলেন, দুর্গাপূজার সময়টাতে তাঁদের কদর বেড়ে যায়। আড়ানী পৌরসভা এলাকার বিশু দাস বলেন, এই দুর্গাপূজার উৎসব থেকে তাঁদের বেশ ভালো অঙ্কের আয় হয়। এ সময় জায়গা বিশেষে ৯ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে বিভিন্ন এলাকায় ডাক পাওয়া যায়। সঙ্গে মিলে উপঢৌকন।
কয়েক দিন পরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উৎসবকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনীতে বিভিন্ন পূজামণ্ডপে ঢাকঢোল বাজাতে ডাক পড়বে ঋষিপাড়ার ঢুলিদের। উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তাঁরা যাবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহীর বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পাণ্ডে জানান, আগের তুলনায় পুরোহিত ও ঢুলির সংখ্যা এখন অনেক কমে গেছে। তাই তাঁদের অগ্রিম টাকা দিয়ে চুক্তি করতে হয়। পূজায় নানা রকম খরচ বেড়ে যাওয়ায় সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সাহা জানান, এ বছর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।
ঢাকঢোলের শব্দে সরগরম হয়ে উঠেছে বাঘা উপজেলার দিঘা গ্রামের ঋষিপাড়া। পাড়ায় ঢুকতেই শোনা গেল ঢাকঢোলের শব্দ। কেউ পুরোনো ঢাকঢোল মেরামতে, কেউ নতুন ঢাকঢোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি ঢুলিদের এ ব্যস্ততা চলছে।
এই পাড়ার ঢুলি রতন দাস জানান, নানা কারণে ঢোল বাদকের সংখ্যা কমে গেছে। তবে এই পাড়ার ১৭টি পরিবার এখনো এ পেশার সঙ্গে জড়িত আছে। উপজেলার সবগুলো পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন এলাকার দুর্গাপূজায় এ পাড়ার বাদকদের ডাক পড়ে। তাই পুরোনো ঢাকঢোলগুলো মেরামতের পাশাপাশি এ সময় নতুন নতুন ঢাকঢোল তৈরি করতে হয়। সেগুলো আবার বাজিয়ে চর্চাও করে নিতে হয়। ফলে পূজার এ সময়টাতে তাঁদের ব্যস্ততা একটু বেড়েই যায়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার দিঘাসহ কয়েকটি ঋষিপাড়ায় গিয়ে এমন চিত্র দেখা যায়।
প্রভাস দাস বাঘা পৌরসভার সড়কঘাট এলাকার ঢুলি। তিনি বলেন, দুর্গাপূজার সময়টাতে তাঁদের কদর বেড়ে যায়। আড়ানী পৌরসভা এলাকার বিশু দাস বলেন, এই দুর্গাপূজার উৎসব থেকে তাঁদের বেশ ভালো অঙ্কের আয় হয়। এ সময় জায়গা বিশেষে ৯ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে বিভিন্ন এলাকায় ডাক পাওয়া যায়। সঙ্গে মিলে উপঢৌকন।
কয়েক দিন পরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উৎসবকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনীতে বিভিন্ন পূজামণ্ডপে ঢাকঢোল বাজাতে ডাক পড়বে ঋষিপাড়ার ঢুলিদের। উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তাঁরা যাবেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, রাজশাহীর বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পাণ্ডে জানান, আগের তুলনায় পুরোহিত ও ঢুলির সংখ্যা এখন অনেক কমে গেছে। তাই তাঁদের অগ্রিম টাকা দিয়ে চুক্তি করতে হয়। পূজায় নানা রকম খরচ বেড়ে যাওয়ায় সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সাহা জানান, এ বছর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫