Ajker Patrika

ফিরেছে ঢাকঢোলের সুদিন

বাঘা প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৭
ফিরেছে ঢাকঢোলের সুদিন

ঢাকঢোলের শব্দে সরগরম হয়ে উঠেছে বাঘা উপজেলার দিঘা গ্রামের ঋষিপাড়া। পাড়ায় ঢুকতেই শোনা গেল ঢাকঢোলের শব্দ। কেউ পুরোনো ঢাকঢোল মেরামতে, কেউ নতুন ঢাকঢোল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি ঢুলিদের এ ব্যস্ততা চলছে।

এই পাড়ার ঢুলি রতন দাস জানান, নানা কারণে ঢোল বাদকের সংখ্যা কমে গেছে। তবে এই পাড়ার ১৭টি পরিবার এখনো এ পেশার সঙ্গে জড়িত আছে। উপজেলার সবগুলো পূজামণ্ডপ ছাড়াও বিভিন্ন এলাকার দুর্গাপূজায় এ পাড়ার বাদকদের ডাক পড়ে। তাই পুরোনো ঢাকঢোলগুলো মেরামতের পাশাপাশি এ সময় নতুন নতুন ঢাকঢোল তৈরি করতে হয়। সেগুলো আবার বাজিয়ে চর্চাও করে নিতে হয়। ফলে পূজার এ সময়টাতে তাঁদের ব্যস্ততা একটু বেড়েই যায়।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার দিঘাসহ কয়েকটি ঋষিপাড়ায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

প্রভাস দাস বাঘা পৌরসভার সড়কঘাট এলাকার ঢুলি। তিনি বলেন, দুর্গাপূজার সময়টাতে তাঁদের কদর বেড়ে যায়। আড়ানী পৌরসভা এলাকার বিশু দাস বলেন, এই দুর্গাপূজার উৎসব থেকে তাঁদের বেশ ভালো অঙ্কের আয় হয়। এ সময় জায়গা বিশেষে ৯ থেকে ১৫ হাজার টাকা চুক্তিতে বিভিন্ন এলাকায় ডাক পাওয়া যায়। সঙ্গে মিলে উপঢৌকন।

কয়েক দিন পরেই শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উৎসবকে কেন্দ্র করে দেবী দুর্গার আগমনীতে বিভিন্ন পূজামণ্ডপে ঢাকঢোল বাজাতে ডাক পড়বে ঋষিপাড়ার ঢুলিদের। উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় তাঁরা যাবেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, রাজশাহীর বাঘা উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পাণ্ডে জানান, আগের তুলনায় পুরোহিত ও ঢুলির সংখ্যা এখন অনেক কমে গেছে। তাই তাঁদের অগ্রিম টাকা দিয়ে চুক্তি করতে হয়। পূজায় নানা রকম খরচ বেড়ে যাওয়ায় সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তিনি।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সাহা জানান, এ বছর উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৪৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১১ অক্টোবর, আর প্রতিমা বিসর্জন ১৫ অক্টোবর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত