Ajker Patrika

আজ আসছেন কেন্দ্রীয় নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ২০
আজ আসছেন কেন্দ্রীয় নেতারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। এতে এক কর্মী আহত হয়েছেন। সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধি দলের ক্যাম্পাসে আসার কথা রয়েছে। এর আগেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসের সামনে ভর্তি প্রক্রিয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এই সংঘর্ষ হয়। প্রতিপক্ষ বিজয় গ্রুপের কর্মীদের সঙ্গে সংঘর্ষে সিক্সটি নাইন গ্রুপের বিশ্বজিৎ বৌদ্ধনীল নামের এক কর্মী আহত হয়েছেন। তিনি সংস্কৃত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপু বলেন, ‘সাংগঠনিক সফরে আগামীকাল (আজ) কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের ক্যাম্পাসে আসার কথা রয়েছে। ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পক্ষ। আমরা লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসন ব্যবস্থা নেবে।’

বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াসের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের সফর বানচাল করতে সিক্সটি নাইন গ্রুপ উসকানি দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত