Ajker Patrika

জেলা প্রশাসন কর্মচারীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ২৪
জেলা প্রশাসন কর্মচারীর  লাশ উদ্ধার

খুলনা জেলা প্রশাসনের গোপনীয় শাখার সহকারী রবীন্দ্র নাথ সরকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার কাজী ম্যানশনের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের সুধীর সরকারের ছেলে।

মৃতের ভাগ্নে অনিন্দ্য মন্ডল বলেন, বাবা নারায়ণ চন্দ্র মন্ডলের ফোন পেয়ে মামা রবীন্দ্রনাথ সরকারের খোঁজ নিতে কাজী ম্যানশনে আসেন। তিনি রাত সাড়ে আটটার দিকে মামার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কা দিতে থাকেন। ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানানোর পর আবারও দরজা ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে মামার মৃত দেহ দেখতে পান। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। পরে জেলা প্রশাসনের মধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, মামার হাই প্রেসার ও ডায়াবেটিসের সমস্যা ছিল। কিন্তু ওষুধের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণে ছিল। কীভাবে তার মৃত্যু হল তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হানিফ জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। তার পুরো শরীর ফুলে উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

বাড়ির মালিক কাজী মাসুদ মনোয়ার জানান, গত দেড় বছরের বেশি সময় ধরে তিনি একটি কক্ষ নিয়ে এ বাড়িতে বসবাস করছেন। তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন। কারও সঙ্গে তার কোন দ্বন্দ্ব ছিল না। অফিস থেকে বাড়ি ফিরতেন, কোথাও কোন আড্ডা দিতেন না বলে তিনি আরও জানিয়েছেন।

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, তাঁর মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আমাদের জানা মতে, তার কোনো শত্রু নেই। তবে পুলিশ বিষয়টি তদন্ত করলে এর রহস্য উদ্ঘাটন হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত