Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩
শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

বরগুনার সদর উপজেলায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকেরা। গতকাল শনিবার বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন তাঁরা। অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের ছেলে ও স্বামীর ব্যবহৃত মোবাইল নম্বরের অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁদের সন্তানদের নামে বরাদ্দ উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন।

সংবাদ সম্মেলনে অভিভাবকেরা জানান, ২০১৮ সালে সরকার উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করে। প্রধান শিক্ষক লায়লা পারভীন শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে অ্যাকাউন্ট খুলে দেন। কিন্তু ওই বছর তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত মুসা কলিম ও পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত জিসানের নামে আসা উপবৃত্তির টাকা প্রধান শিক্ষকের স্বামী রুহুল আমিন ও ছেলে আলিফের ফোন নম্বর ব্যবহার করে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। জামাল হোসেনের সরবরাহকৃত ওই বিদ্যালয়ের উপবৃত্তির শিটে দেখা যায়, ২৫২৫৯৭৬ ক্রমিকে মুসার নামের ব্যবহৃত মোবাইল অ্যাকাউন্টে অন্য নম্বর ব্যবহার করে উপবৃত্তির টাকা উত্তোলন করা হয়েছে।

বরগুনা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী খান হিরণ বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের জন্য গত ২৯ নভেম্বর প্রধান শিক্ষককে চিঠি দিয়েছি। তদন্তের পর বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত