Ajker Patrika

মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজশিক্ষকের ওপর হামলা

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০: ১২
মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজশিক্ষকের ওপর হামলা

মুলাদীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কলেজশিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় কলেজশিক্ষক শরীয়ত উল্লাহ, তার স্ত্রী ও ভাগনে আহত হয়েছেন।

শরীয়ত উল্লাহ বরিশাল তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে শিক্ষকতা করেন। তার বাড়ি গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামে। তিনি বিডিসিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।

অধ্যাপক শরীয়ত উল্লাহ বলেন, ‘দীর্ঘ দিন ধরে এলাকার কিছু বখাটে ও নেশাগ্রস্ত বিডিসিএইচ মাধ্যমিক বিদ্যালয় ও নতুন বাজারে প্রকাশ্যে মাদকের ব্যবসা ও সেবন করে। তাদের মাদক বিক্রি ও সেবনে বাঁধা দিতাম। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়।’

শরীয়ত উল্লাহ জানান, সোমবার স্ত্রী ফাহিমা সাবরিনসহ বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে নতুন বাজার এলাকায় ব্রিজের কাছে পৌঁছালে মনির হোসেন, দেলোয়ার হোসেন, মিলন, বশির উদ্দীনসহ ৮-৯ জন মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে। এ সময় বখাটেরা অতর্কিত হামলা চালিয়ে অধ্যাপক শরীয়ত উল্লাহ ও তার স্ত্রীকে আহত করে। তাঁরা ফাহিমা সাবরিনের টাকা, স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময়ে তাঁর ভাগনে হাবিবুর রহমান তাদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে।

শরীয়ত উল্লাহ জানান পরে মুলাদী থানা-পুলিশ তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অধ্যাপক শরীয়ত উল্লাহ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান এ বিষয়ে আজকের পত্রিকাকে জানান, কলেজশিক্ষক ও তার স্ত্রীর ওপর হামলার বিষয়ে লিখিত পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত