Ajker Patrika
সাক্ষাৎকার

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেডিও ধারাভাষ্য দিতে আসা ক্যারিবীয় কিংবদন্তি স্যার ক্লাইভ লয়েডকে গত সোমবার দুবাইয়ে ভারত-নামিবিয়া ম্যাচের ফাঁকে পাওয়া গেল বেশ খোশমেজাজে। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপজয়ী, ওয়েস্ট ইন্ডিজের স্বর্ণযুগের অধিনায়ক লয়েড আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্লেষণ করলেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি। কথা বললেন পুরো টুর্নামেন্ট নিয়েই।

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২: ০৯

প্রশ্ন: এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ মূল পর্বের প্রতিটি ম্যাচ হেরেছে। ধারাবাহিক এই ব্যর্থতার পেছনে কী কারণ মনে হচ্ছে?
ক্লাইভ লয়েড: তারা হেরেছে… দুই ম্যাচ পর তারা চোটে পড়া সাকিবকে (আল হাসান) হারিয়ে ফেলে। আমার ধারণা, আইপিএলের কারণে ভুগতে হয়েছে। সব দলেই কিন্তু চোটের সমস্যা আছে। ইংল্যান্ডকে দেখুন, তারা তাদের মূল ওপেনারকে হারিয়েছে (জেসন রয়)। এটা দুঃখজনক। এই টুর্নামেন্টের আগে দুই সপ্তাহে শরীর ও মনের ওপর অনেক চাপ গেছে।

বাংলাদেশের ক্ষেত্রে বড় সমস্যা দেখি না, তাদের একটা বাজে টুর্নামেন্ট গেছে। এটা অবাক হওয়ার মতো কিছু নয়। ভারতের মতো ফেবারিট দল কোয়ালিফাই করতে পারেনি (নকআউট পর্ব)। ওয়েস্ট ইন্ডিজ বাজেভাবে বিদায় নিয়েছে। যখন ওয়ানডে ক্রিকেট খেলবেন, নির্দিষ্ট দিনে দু-একজন খেলোয়াড় খুব ভালো খেললেও ফল মেলে। তবে বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করছে। তাদের অবশ্য আরও অনেক ক্রিকেট খেলতে হবে। সবার জন্যই অবশ্য এই কথা প্রযোজ্য। আর গত দুই বছর কারাই-বা আর বেশি ক্রিকেট খেলেছে! ইংল্যান্ডও অনেক কম ক্রিকেট খেলেছে। বাংলাদেশ-আফগানিস্তান খুব বেশি ক্রিকেট খেলেনি। তারা যখন আবার ট্র্যাকে ফিরে আসবে, তখন মূল্যায়ন করলে ভালো হবে–কতটা উন্নতি করেছে।

প্রশ্ন: বাংলাদেশ সেই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ জিতেছিল। এরপর তারা মূল পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি। ১৪ বছর একটা দলের জয়খরা কীভাবে বিশ্লেষণ করবেন?
লয়েড: এমনটা হতেই পারে। তবে তারা সব সময় ভুল করবে না। আশা করি, তারা ভুল থেকে শিক্ষা নেবে। নিজেদের ক্রিকেটকে আরও উন্নত করবে। বাংলাদেশে প্রচুর মানুষ এখনো ক্রিকেট খেলছে। দেশ হিসেবেও সেখানে কোনো সমস্যা নেই। আমি আশা করি, তারা ভবিষ্যতে ভালো করবে।

প্রশ্ন: এবার ব্যর্থ হওয়ার পর বাংলাদেশে ক্রিকেটারদের নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। বিশেষ করে অধিনায়ক, কোচিং স্টাফরা কাঠগড়ায় উঠছেন। খেলোয়াড়দের ব্যর্থতা দর্শক-সমর্থকদের হজম করতে কষ্টই হচ্ছে। বিষয়টা কীভাবে দেখেন?
লয়েড: দেখুন, যখন হারবেন তখন অবশ্যই প্রচুর সমালোচনা হবে। অধিনায়ক, কোচদের নিয়ে সমালোচনা হবে। বিষয় হচ্ছে, তারা ভালো করেনি। কিন্তু এমন না যে তারা চেষ্টা করেনি। একাধিক ম্যাচে তারা কাছাকাছি গিয়েছিল, যেগুলো তারা জিততে পারত (শারজায় শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে)। আমার মনে হয়, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।

প্রশ্ন: সামনে ভালো করতে হলে তাদের আসলে কী করতে হবে?
লয়েড: তারা উন্নতি করতে পারবে, যদি তারা আরও অনেক বেশি ক্রিকেট খেলে।

প্রশ্ন: বাংলাদেশ তো টানা খেলেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল। আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে এসেছে। কিন্তু বিশ্বকাপে তাদের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি…।
লয়েড: তাহলে তারা তো ভালোই করেছে (মুচকি হেসে)। তাহলে কেন বলছেন, তারা পারছে না।  আমার ধারণা, বাংলাদেশ ওই দলগুলোর বিপক্ষে আবার ভালো করবে (যাদের কাছে বিশ্বকাপে হেরেছে)। অস্থির হওয়ার কিছু নেই। তাদের আবার পুনর্গঠিত হওয়ার সুযোগ দিন। আমার ধারণা, তারা আবার ভালো করবে।

প্রশ্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরি। টুর্নামেন্ট কেমন উপভোগ করছেন?
লয়েড: দারুণ উপভোগ করছি। বেশ রোমাঞ্চকর। ভারতের মতো দল বাদ পড়েছে, এর বাইরে সুপার টুয়েলভ রাউন্ডটা ভালোই ছিল। তাদের সমর্থকেরা হয়তো হতাশ। তবে তারা নিজেদের ক্রিকেটারদের ভালোবাসে। ক্রিকেট কিন্তু এমনই। আপনি কখনো জিতবেন, আবার কখনো হারবেন।

প্রশ্ন: সুপার টুয়েলভ থেকে ভারতের বিদায় নেওয়ার পেছনে কী কী কারণ মনে হচ্ছে?
লয়েড: আমার মনে হয়, প্রথম দুটি ম্যাচে তারা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। এখনো তারা এই প্রতিযোগিতার অন্যতম সেরা দল। সামনে আরও টি-টোয়েন্টি ম্যাচ আছে—বিশ্বকাপ আছে, টেস্ট সিরিজ আছে। আমি নিশ্চিত, তারা আবার ঘুরে দাঁড়াবে।

প্রশ্ন: যদি ভবিষ্যদ্বাণী করতে বলি, এবার কারা ফাইনালে যেতে পারে বলে মনে হচ্ছে?
লয়েড: ফাইনালে যাওয়ার মতো একাধিক দল আছে। আমি বলব না, কে জিতবে (হাসি)। কিন্তু আমার ধারণা, খুবই রোমাঞ্চকর সেমিফাইনাল হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া খুব ভালো দল। পাকিস্তান খুবই ভালো ক্রিকেট খেলছে। তবে আমার ডার্ক হর্স হচ্ছে নিউজিল্যান্ড।

প্রশ্ন: নিউজিল্যান্ডকে এগিয়ে রাখার কারণ?
লয়েড: সবশেষ কয়েকটি ম্যাচে পেছন থেকে ঘুরে দাঁড়িয়ে তারা ভালো করেছে। খুব ভালো খেলে ম্যাচ বাঁচিয়েছে। ভালো ক্রিকেট খেলেছে ওরা। ম্যাচগুলোয় তাদের নিবেদন, তারা মাথা খাটিয়ে খেলেছে প্রতিটি ম্যাচ। আমার মনে হয়, সেমিফাইনালেও তারা ভালো করবে।

প্রশ্ন: অনেকেই ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালের কথা বলছে। এই দুই দলের ফাইনাল খেলার সম্ভাবনা আসলেই কতটা?
লয়েড: ইংল্যান্ড তাদের একজন নিয়মিত ওপেনারকে হারিয়ে ফেলেছে। এটা হয়তো তাদের কিছুটা দুর্বল করে দিতে পারে। অবশ্য এরপরও তারা দারুণ একটা দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত