Ajker Patrika

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের থাকার ব্যবস্থার দাবি

রাবি প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫৫
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের থাকার ব্যবস্থার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি–ইচ্ছুকদের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সুষ্ঠু ও নিরাপদ আবাসনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘স্টুডেন্টস রাইটস অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন।

কর্মসূচি চলাকালে আইন বিভাগের অধ্যাপক ড. শাহীন জোহরা বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ভর্তি পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীরা। তারা যেন সুন্দর সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়া হোক। ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে অনেক মেস মালিক বাড়তি টাকা কামানোর ফন্দি করছেন। আমি সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাঁরা যেন সেই দিকে নজর বিশেষ রাখেন।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মশিউর রহমান বলেন, হল খুলে দিলে যদি করোনা চলে আসে, তাহলে মেসে গাদাগাদি করে ভর্তিচ্ছুরা থাকলে করোনা আসবে না? এই দিকে মেস মালিকেরা বলছেন, ১ ঘণ্টার বেশি কোনো শিক্ষার্থী থাকলে তাঁর ভাড়া দিতে হবে। তাই প্রশাসনকে বলতে চাই, যত দ্রুত সম্ভব হল খুলে দিয়ে আবাসন সংকট নিরসন করা হোক।

স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনেক পরিত্যক্ত জায়গা আছে যাতে তাঁবু তৈরি করলেও আবাসন সংকট অনেকটা লাঘব হবে বলে আমরা আশা করি।’

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রীদের থাকার ব্যবস্থা করছি। তবে আমরা দুঃখপ্রকাশ করছি যে ছাত্রদের জন্য কোনো ব্যবস্থা করতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত