Ajker Patrika

পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস লিখিত হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০: ১৩
পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস লিখিত হবে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তত্ত্বাবধানে পাঠ্যপুস্তকে বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য লিখিত হবে; যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে।

গতকাল এনসিটিবি ভবনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন এবং নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত বই পর্যালোচনা সংক্রান্ত এক সভায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি তিনি ষষ্ঠ শ্রেণির নতুন বই নিয়ে আলোচনা-পর্যালোচনা করেন এবং দিক-নির্দেশনা দেন। এ ছাড়া পাঠ্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের ব্যাপারে গুরুত্ব দেওয়ার নির্দেশও দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, সদস্য (পাঠ্যক্রম) মশিউজ্জামান এবং সচিব নাজমা আখতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত