Ajker Patrika

নওগাঁ ফুটবল একাডেমি দলের শিরোপা জয়

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৫: ০০
নওগাঁ ফুটবল একাডেমি দলের শিরোপা জয়

নওগাঁয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে কীর্ত্তিপুর উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় নওগাঁ ফুটবল একাডেমি দল বদলগাছী ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। এতে ম্যাচসেরা হন নওগাঁ ফুটবল একাডেমির খেলোয়াড় আবু সাইদ। পরে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, সদর ক্রীড়া সংস্থার সম্পাদক আবু মো. বখতিয়ার ইনাম ববিন, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে। চলতি মাসের ২১ তারিখে এ প্রতিযোগিতা শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত