রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক শ ভূমিহীন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি দেওয়ার আগে কাচারি বাজারে সংগঠনের মহানগর সভাপতি মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক নব কুমার কর্মকার, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, ভূমিহীন নেতা রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০ জেলার আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা ও গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটি বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের বুয়া, ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। তাঁরা কোনো রকমে ঝুপড়ি বানিয়ে, কেউ অন্যের জায়গায়, কারও চার থেকে পাঁচ সদস্যর পরিবার একটি ঘর ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তাঁরা কোনোভাবেই টিকে থাকতে পারছেন না। তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না।
নেতারা অবিলম্বে রংপুর সিটি করপোরেশনের শ্রমজীবী ভূমিহীন স্থায়ী নাগরিকদের আবাসন নিশ্চিতকরণ এবং দ্রুত ভূমিহীনদের গৃহনির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করা হয়।
রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শ্রমজীবী ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে মহানগর সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক শ ভূমিহীন অংশ নেন। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি দেওয়ার আগে কাচারি বাজারে সংগঠনের মহানগর সভাপতি মাজেদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসম্পাদক নব কুমার কর্মকার, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম, ভূমিহীন নেতা রাশেদ প্রমুখ।
বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০ জেলার আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা ও গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় শহরে জনসংখ্যা বেড়েই চলেছে। ভূমিহীন-গৃহহীন শ্রমজীবীদের একটি বিরাট অংশ রিকশা, ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের বুয়া, ছোট ভাসমান দোকানদার ইত্যাদি। তাঁরা কোনো রকমে ঝুপড়ি বানিয়ে, কেউ অন্যের জায়গায়, কারও চার থেকে পাঁচ সদস্যর পরিবার একটি ঘর ভাড়া নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এ দুঃসময়ে তাঁরা কোনোভাবেই টিকে থাকতে পারছেন না। তাঁরা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছেন না।
নেতারা অবিলম্বে রংপুর সিটি করপোরেশনের শ্রমজীবী ভূমিহীন স্থায়ী নাগরিকদের আবাসন নিশ্চিতকরণ এবং দ্রুত ভূমিহীনদের গৃহনির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করা হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫