Ajker Patrika

সুনীলের উপন্যাস এনটিভির ধারাবাহিক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
সুনীলের উপন্যাস এনটিভির ধারাবাহিক

প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসের চরিত্রগুলো এবার জীবন্ত হয়ে উঠল। উপন্যাসটি অবলম্বনে তৈরি হলো ধারাবাহিক নাটক। হাসান রেজাউলের চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল গত মাসে। ঘনিয়ে এসেছে প্রচারের তারিখ। জানা গেছে, ২৬ ডিসেম্বর এনটিভিতে শুরু হচ্ছে ‘মা বাবা ভাই বোন’।

অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, তামিম মৃধা, শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, নিশাত প্রিয়ম, তাসনুভা তিশা, শম্পা রেজা, শেলী আহসান, অবিদ রেহান, ফাতিমা আক্তার আদিবা, সাজু খাদেম, পঙ্কজ, এ কে আজাদ সেতু, জয়নাল জ্যাক প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’-এর গল্পে দেখা যাবে, পুরান ঢাকার ভাড়া বাসাটা এই মাসের শেষেই ছেড়ে দিতে হবে শামীম সাহেবকে। তিনি একজন আদর্শবাদী শিক্ষক। প্রাইভেট পড়ান না। অবসরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন। এ সময় বাড়ি ছাড়াটা বিপজ্জনক। শামীম সাহেবের পরিবারে আছে স্ত্রী জাহানারা, ছোট মেয়ে শিউলি আর ছোট ছেলে রুমী। স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে শামীম সাহেব ওঠেন দুই কামরার টিনের বাসায়। চারদিকে কথা শুরু হয়, শামীম সাহেবরা বস্তিতে উঠেছেন! এতে সবাই অপমানিত ও বিব্রত।

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মা বাবা ভাই বোন’ অবলম্বনে ধারাবাহিক নাটক বানানোর বিষয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করছিলেন নির্মাতা। সুনীলের স্ত্রী স্বাতী বন্দ্যোপাধ্যায়, ছেলে সৌভিক এবং ট্রাস্টি বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই তৈরি হচ্ছে ধারাবাহিকটি, জানিয়েছেন নির্মাতা হাসান রেজাউল।

এনটিভিতে ২৬ ডিসেম্বর থেকে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত