Ajker Patrika

৬ ঘণ্টায় টিকা নিলেন দেড় হাজার মানুষ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ০৯
৬ ঘণ্টায় টিকা নিলেন দেড় হাজার মানুষ

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় ঘণ্টায় গ্রাম পর্যায়ে দুটি কেন্দ্রে দেড় হাজার মানুষ করোনার টিকা নিয়েছেন।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি ও হাজিরখীল কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে নানা বয়সী মানুষ এই টিকা নেন। সকাল থেকে টিকা গ্রহীতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দোরগোড়ায় টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দুটি কেন্দ্রে নানা বয়সী মানুষ টিকা নিতে ভিড় করেন। লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায় সাধারণ মানুষকে। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই টিকা নিতে পেরে খুশি তাঁরা।

টিকা নিয়ে বাড়ি ফেরার পথে আনিলা জামান জানান, ‘সরকার দোরগোড়ায় টিকা নিয়ে হাজির হয়েছে। সকালে ঘুম থেকে উঠে এসে নিরিবিলি পরিবেশে টিকা নিয়েছি। আগে হাসপাতালে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকা দিতে হচ্ছিল। ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়ায় সাধারণ মানুষের দারুণ সুবিধা হয়েছে।’

দুটি কেন্দ্রেই উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদিন। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মো. সুমন সিকদার, আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, মো. এনাম কোম্পানি, সুয়াবিল ইউপি সদস্য মো. বেলাল, মো. হামিদ, মো. মিন্টু, মো. মামুন, মো. রনি, সংরক্ষিত নারী সদস্য মোছাম্মৎ মরিয়ম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী বলেন, ‘সকাল থেকে কুয়াশা উপেক্ষা করে হাজিরখীলে এক হাজার এবং শোভনছড়ি কেন্দ্রে ৫০০ লোক প্রথম ডোজ টিকা নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত