Ajker Patrika

তাঁরা অযোগ্য হলেন স্মার্টকার্ড না থাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
তাঁরা অযোগ্য হলেন স্মার্টকার্ড না থাকায়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় স্মার্টকার্ড না থাকার কারণে একাধিক প্রার্থীকে অযোগ্য ঘোষণার অভিযোগ উঠেছে। গত রোববার সকাল জেলা শহরের পুলিশ লাইনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী কয়েকজন প্রার্থী। তাঁদের অভিযোগ, স্মার্টকার্ড না থাকায় ‘অযোগ্য’ সিল দিয়ে তাঁদের পরীক্ষাস্থল থেকে বের করে দেওয়া হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন পুরুষ এবং ৯ জন নারী কনস্টেবল পদে গত রোববার সকাল ৮টা থেকে পরীক্ষা শুরু হয়। জেলার ৯টি উপজেলা থেকে প্রার্থীরা পরীক্ষা দিতে আসেন। তাঁদের মধ্যে কয়েকজনের সব কাগজপত্র ঠিক থাকলেও স্মার্টকার্ডের জন্য অযোগ্য ঘোষণার অভিযোগ ওঠে। যদিও তাঁদের ন্যাশনাল আইডি কার্ডের মূল কপি ও মা-বাবার জন্মসনদ ছিল। স্মার্টকার্ড না থাকার কারণে সাত শতাধিক পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।

মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষা দিতে এসেছিলেন আখাউড়া উপজেলা পৌর এলাকার রাধানগর এলাকার বাসিন্দা জয় দেব। তাঁকেও অযোগ্য ঘোষণা করে পরীক্ষাস্থল থেকে বের করে দেওয়া হয়। জয় দেবের অভিযোগ বলেন, ‘পরীক্ষা দিতে আসার পর স্মার্টকার্ড আছে কি না জিজ্ঞেস করা হয়। পরে অনলাইন কপি দেওয়ার পর আমার প্রবেশপত্রে “অযোগ্য” সিল দিয়ে বের করে দেওয়া হয়।’ তিনি বলেন, আবেদনপত্রে কোথাও লেখা নেই, স্মার্টকার্ড আনতে হবে। এতে উল্লেখ ছিল, এনআইডি কার্ডের মূল কপি আনতে, যদি তা না থাকে তাহলে মা-বাবার এনআইডি কার্ডের মূল কপি নিয়ে আসতে হবে।

একই রকম অভিযোগ করেন সরাইল উপজেলা থেকে আসা সৌরভ সরকার ও অপু দাস। তাঁরা বলেন, বহু কষ্ট করে পরীক্ষা দিতে এসেছিলেন তাঁরা। কিন্তু স্মার্টকার্ড না থাকায় তাঁদের ‘অযোগ্য’ ঘোষণা করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা থেকে আসা ইমন মিয়া ও টুটুল দেবনাথকেও একই কারণে অযোগ্য ঘোষণা করা হয়। তাঁরা বলেন, ভোর সাড়ে ৫টায় বাঞ্ছারামপুর থেকে রওনা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছান। তবে এখানে কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শুধু একটি স্মার্টকার্ডের জন্য বের করে দেওয়া হয়েছে। তাঁরা বলেন, বাঞ্ছারামপুর এলাকায় এখনো স্মার্টকার্ড বিতরণ হয়নি। তাহলে তাঁরা কীভাবে স্মার্টকার্ড আনবেন?

কসবা উপজেলার বাসিন্দা গোপীনাথপুর গ্রামের জহির খানের ছেলে ইয়ার খান, নবীনগর উপজেলার জমির হোসেনের ছেলে রহমতউল্লাহসহ আরও অনেকে এমন অভিযোগ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি সাংবাদিকদের কাছে দাবি করেন, স্মার্টকার্ড বাধ্যতামূলক করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত