Ajker Patrika

চাঁদপুরে ২২ দিনে ২১৮ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩: ১৫
চাঁদপুরে ২২ দিনে ২১৮ জেলে আটক

মা ইলিশ রক্ষার অভিযানে চাঁদপুরে ২২ দিনে ৩৭৩টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচরে ২১৮ জন জেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় অভিযানের সমাপ্তি ঘটে।

এর মধ্যে পদ্মা-মেঘনার জেলা-উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ-পুলিশ জেলা মৎস্য ও উপজেলা মৎস্য যৌথ বা এককভাবে এ পর্যন্ত ২৭৮টি অভিযান ও ৯৫টি মোবাইল কোর্টসহ মোট ৩৭৩টি অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ মিটার জাল আটক করা হয়। যার মূল্য ২১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার টাকারও অধিক। চাঁদপুর সদর, মতলব উত্তর ও হাইমচরের ২১৮ জন জেলেকে আটকপূর্বক মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর ১০৮টি মামলা করে। এ ছাড়াও ১৮৯১ বার আড়ত, ৬১৩ বার বাজার ও ২৬৫ বার মাছঘাট মনিটরিং হয়েছে এবং ১৯ লাখ টাকা নিলামে আয় হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, সরকারি নির্দেশনা মতে সোমবার রাত ১২টার পর মা ইলিশ রক্ষার অভিযান শেষ।

তবে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

নভেম্বরের থেকে ৩০ শুরু হয়ে জুন পর্যন্ত তা বলবৎ থাকবে। মূলত এটি মার্চ-এপ্রিল এই দুই মাস হয়ে থাকে। কারেন্ট জালা দিয়ে জাটকা নিধনে সর্বোচ্চ শাস্তি এক থেকে দু বছর বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত