Ajker Patrika

মাদ্রাসার বেচে দেওয়া জমি উদ্ধারের ঘোষণা

পবা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ১১
মাদ্রাসার বেচে দেওয়া জমি উদ্ধারের ঘোষণা

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের পুড়াপুকুর দাখিল মাদ্রাসা ও কবরস্থানের বেচে দেওয়া জমি উদ্ধারের ঘোষণা দিয়েছেন স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে মাদ্রাসার সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সম্প্রতি মাদ্রাসাটির দুই বিঘা জমি বেচে দেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আসলাম সরকার। তিনি ভুয়া কার্যবিবরণী তৈরি করে মাদ্রাসা কমিটির সভাপতি সেজে জমিটি বিক্রি করেন বলে অভিযোগ এলাকাবাসীর। রাজশাহী নগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় অবস্থিত ওই জমির মূল্য অন্তত দুই কোটি টাকা। তবে দলিলে মূল্য দেখানো হয় মাত্র ৫১ লাখ টাকা। জমি বিক্রির বিষয়টি জানাজানি হলে গত ১ অক্টোবর এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার বিকেলে এলাকাবাসী আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন সাংসদ আয়েন উদ্দিন। সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একরামুল হক সভায় সভাপতিত্ব করেন।

সভায় সাংসদ আয়েন উদ্দিন বলেন, ‘আমানা গ্রুপের চেয়ারম্যান ড. ফজলুল করিমের সঙ্গে কথা হয়েছে। তিনি (জমি ক্রয়কারী) জমি ফেরত দিতে চেয়েছেন। মাদ্রাসার একটি নতুন কমিটি করা হবে। সেই কমিটির কাছে জমি হস্তান্তর করা হবে। আর জমি বিক্রি চক্রের সঙ্গে যাঁরাই জড়িত ছিলেন তাঁদের সবাইকে শাস্তির মুখোমুখি করা হবে।’

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবিবর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত