রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন।
অন্য প্রার্থীদের হুমকি দেওয়াসহ নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা একাধিকবার সতর্ক করার পর কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছেন আনোয়ার হোসেন মোল্লা। এবার এক প্রবাসীকে অশ্লীল ভাষায় গালাগাল করার পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৫ মামলায় মোট ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিমিত্তে আচরণবিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রতিপালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এদিকে গত বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত ‘হুমকির অভিযোগ ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে’ শিরোনামের সংবাদের কাটিং ফেসবুকে পোস্ট করায় এক প্রবাসীকে অশ্লীল ভাষায় (অপ্রকাশযোগ্য) গালমন্দসহ আনোয়ার হোসেন মোল্লা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ ফেসবুক মেসেঞ্জার থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ছাত্রলীগের সাবেক নেতা প্রবাসী মাইন উদ্দিন লাভলুকে তিনি হুমকি দেন। দুবাইপ্রবাসী লাভলু একই এলাকার বাসিন্দা। লাভলু বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার পাশাপাশি সাংবাদিকদেরও জানান।
প্রবাসী মাইন উদ্দিন লাভলু বলেন, ‘আনোয়ার মেম্বারের জুয়ার আসরের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। যে কারণে পুলিশ তা বন্ধ করে দেয়। এ জন্য দীর্ঘদিন ধরে তিনি আমার ওপর ক্ষিপ্ত। আমি দেশে এলে আমাকে মারধর করা হবে, এমনকি আমার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হবে বলে তিনি আমাকে মেসেঞ্জারে হুমকি দিয়েছেন। পত্রিকার নিউজ ও জরিমানার বিষয়টি ফেসবুকে তুলে ধরায় আমাকে গালাগাল করে হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছেন। আমি বিষয়টি ফোনে রায়পুর থানার ওসিকে জানিয়েছি। অনলাইনে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য প্রার্থী ও চরমোহনা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করে এমনটি করে থাকতে পারে। ভয়েসটি আমার নয়। তবে লাভলু আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে কাজটি মোটেও ঠিক করছে না।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ ওঠায় তাঁকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি এমন করলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা একের পর এক বিতর্কের জন্ম দিয়েই যাচ্ছেন।
অন্য প্রার্থীদের হুমকি দেওয়াসহ নির্বাচনী আচরবিধি লঙ্ঘনের দায়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা একাধিকবার সতর্ক করার পর কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনেছেন আনোয়ার হোসেন মোল্লা। এবার এক প্রবাসীকে অশ্লীল ভাষায় গালাগাল করার পাশাপাশি তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৫ মামলায় মোট ৬৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিমিত্তে আচরণবিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রতিপালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
এদিকে গত বৃহস্পতিবার আজকের পত্রিকায় প্রকাশিত ‘হুমকির অভিযোগ ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে’ শিরোনামের সংবাদের কাটিং ফেসবুকে পোস্ট করায় এক প্রবাসীকে অশ্লীল ভাষায় (অপ্রকাশযোগ্য) গালমন্দসহ আনোয়ার হোসেন মোল্লা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিজ ফেসবুক মেসেঞ্জার থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে ছাত্রলীগের সাবেক নেতা প্রবাসী মাইন উদ্দিন লাভলুকে তিনি হুমকি দেন। দুবাইপ্রবাসী লাভলু একই এলাকার বাসিন্দা। লাভলু বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করার পাশাপাশি সাংবাদিকদেরও জানান।
প্রবাসী মাইন উদ্দিন লাভলু বলেন, ‘আনোয়ার মেম্বারের জুয়ার আসরের বিরুদ্ধে আমি লেখালেখি করেছি। যে কারণে পুলিশ তা বন্ধ করে দেয়। এ জন্য দীর্ঘদিন ধরে তিনি আমার ওপর ক্ষিপ্ত। আমি দেশে এলে আমাকে মারধর করা হবে, এমনকি আমার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হবে বলে তিনি আমাকে মেসেঞ্জারে হুমকি দিয়েছেন। পত্রিকার নিউজ ও জরিমানার বিষয়টি ফেসবুকে তুলে ধরায় আমাকে গালাগাল করে হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছেন। আমি বিষয়টি ফোনে রায়পুর থানার ওসিকে জানিয়েছি। অনলাইনে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য প্রার্থী ও চরমোহনা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, ‘কেউ আমার ফেসবুক আইডি হ্যাক করে এমনটি করে থাকতে পারে। ভয়েসটি আমার নয়। তবে লাভলু আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সে কাজটি মোটেও ঠিক করছে না।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, আনোয়ার হোসেন মোল্লার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ ওঠায় তাঁকে সতর্ক করা হয়েছে। এরপরও তিনি এমন করলে তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪