Ajker Patrika

তারামন বিবি হয়ে পর্দায় তানহা

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২০: ০১
তারামন বিবি হয়ে পর্দায় তানহা

কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির নাম সবারই জানা। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাব প্রদান করে। এবার সেই তারামন বিবিকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র।

ছবির নাম ‘তারামন’। এতে তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন নির্মাতা আমিনুর ইসলাম লিটন। ‘তারামন’ ছবিটি পরিচালনা করবেন তিনি। ছবিতে উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত আছেন নাসির উদ্দিন ইউসুফ।

তানহা তাসনিয়া বিজ্ঞাপন, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৬ সাল থেকে। ওই বছর তাঁর প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’ মুক্তি পায়। একই বছরের ডিসেম্বরে আসে তাঁর দ্বিতীয় ছবি ‘ধূমকেতু’। দুই বছর পর ‘ভালো থেকো’ ছবি দিয়ে আবারও বড় পর্দায় দেখা দেন তিনি।

এত দিন বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করলেও ‘তারামন’-এর মতো ছবিতে কাজ করার ইচ্ছা ছিল তানহার। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। তানহা বলেন, ‘তারামন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ছি। তাঁর সংগ্রাম, ত্যাগ, সংকটগুলো বুঝতে চেষ্টা করছি।’ জানা গেছে, ডিসেম্বরে শুরু হবে ‘তারামন’ ছবির শুটিং।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত