Ajker Patrika

টাকা দিয়েও পাচ্ছেন না গ্যাস সংযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ২৪
টাকা দিয়েও পাচ্ছেন না গ্যাস সংযোগ

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকার সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিসের সামনে সাভার-আশুলিয়ার সব ঠিকাদার-গ্রাহক ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

যে সব গ্রাহকেরা নতুন সংযোগের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে টাকা জমা দিয়েছেন সে সংযোগ না দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনে নেমেছেন তাঁরা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের পাশে আছেন তিতাস গ্যাসের ঠিকাদারেরাও।

মানববন্ধনে বক্তারা জানান, চুলা বৃদ্ধির ইস্যুকৃত চাহিদাপত্রের অর্থ পরিশোধকারী গ্রাহকের সংখ্যা ২ হাজার ৪৬৭ জন। চুলার সংখ্যা ১০ হাজার ৬৪০টি। যা এখনো অপেক্ষমাণ রয়েছে। চুলা বৃদ্ধির এই গ্রাহকদের বৈধভাবে চুলা বৃদ্ধির সুযোগ করে দিলে সরকারের মাসে প্রায় ১০ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা রাজস্ব আদায় হতো।

মানববন্ধনে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসম্পাদক উৎস মোল্লা বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বিরোধী নয়, সিস্টেম বিরোধী। আমরা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছি।’

মানববন্ধনে সভাপতিত্ব করেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মো. নুরুল হক। তিনি বলেন, অবৈধভাবে প্রচুর গ্যাসের সংযোগ রয়েছে। সেগুলো যদি বৈধ হতো তাহলে সরকারের প্রচুর রাজস্ব আয় হতো। গ্রাহকেরা টাকা জমা দিয়েছেন এখন সেই টাকা ফেরত দিতে চাচ্ছেন তিতাস কর্তৃপক্ষ। টাকা যদি ফেরত দিতেই হয় তাহলে আমরা ঠিকাদারেরা গত ছয় বছরে যত টাকা তিতাসের লাইসেন্স নবায়নের জন্য ব্যয় করেছি, সব টাকা ফেরত দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চা।

২ শতাধিক গ্রাহকদের সঙ্গে মানববন্ধনে ঠিকাদারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঠিকাদারদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত