Ajker Patrika

চবির শাটল ট্রেনে এবার ছিনতাই আতঙ্ক

মিনহাজ তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২: ৪২
চবির শাটল ট্রেনে এবার ছিনতাই আতঙ্ক

মোবাইল ফোনে পড়তে পড়তে ক্যাম্পাসে যাচ্ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নন্দিতা দাশ। এমন সময় বাধে বিপত্তি। চলন্ত ট্রেনে হঠাৎ এক যুবক উঠে ছোঁ মেরে তাঁর মোবাইল ফোনটি নিয়ে লাফ দিয়ে নেমে যান। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীকে ধরতে নিজের জীবনবাজি রেখে চলন্ত ট্রেন থেকে লাফ দেন নন্দিতা দাশও। এতে মাথা ও হাতে গুরুতর আঘাত পান তিনি।

এ ঘটনার দুই দিন পর গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার ট্রেনে ফের একই ঘটনার মুখোমুখি হন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নিলয় অপুর এক আত্মীয়। অপুর সঙ্গে শাটলে করে ক্যাম্পাসে যেতে সাড়ে ৮টার ট্রেনের সামনে থেকে তিন নম্বর বগিতে ওঠেন তিনি। শাটলে ব্যাগ রেখে পেছন ফিরতেই এক ছিনতাইকারী ব্যাগের চেইন খুলে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। শাটলে বৈদ্যুতিক বাতি না থাকায় ছিনতাইকারীকে চিনতে পারেননি তাঁরা।

বাইরে থেকে পাথর নিক্ষেপ, যৌন হয়রানির ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে যুক্ত হয়েছে ছিনতাই আতঙ্ক। গত দুই সপ্তাহে চলন্ত শাটল থেকে অন্তত তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ছাড়া বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনাও থামানো যাচ্ছে না। দেড় মাস ধরে প্রায় প্রতিদিনই পাথর ছোড়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, ‘শাটলে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরাও উদ্বিগ্ন। এসব বিষয়ে ব্যবস্থা নিতে বারবার রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে চিঠি দিচ্ছি। গতকালও (বুধবার) রেলওয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি।’

শিক্ষার্থীরা জানান, শাটলে উঠে এখন তাঁদের ২২ কিলোমিটার পথ আতঙ্কের মধ্যে পাড়ি দিতে হয়। এ বিষয়ে বারবার কর্তৃপক্ষকে বললেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত দুটি শাটল ট্রেন সপ্তাহে পাঁচ দিন পালা করে সাতবার যাতায়াত করে। প্রতিবারই এতে প্রায় ২ হাজার করে শিক্ষার্থী থাকে। তাঁদের নিরাপত্তার জন্য শাটলে দীর্ঘদিন মাত্র তিনজন পুলিশ সদস্য। তবে গত ১৪ এপ্রিল এক শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হওয়ার খবর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করলে শাটলের প্রতি বগিতে একজন করে পুলিশ দেয় রেলওয়ে থানা। তবে অভিযোগ আছে, সব সময় পুলিশের দেখা পাওয়া যায় না। সর্বশেষ গত মঙ্গলবার রাতে মোবাইল ছিনতাইয়ের সময় শাটলে পুলিশ ছিল না।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, ‘আমরা এসব বিষয়ে কঠোর অবস্থানে আছি। আমরা নির্দেশনা দিয়েছি, সবাই নামার পর যেন পুরো ট্রেন চেক করা হয়। কারও কোনো মালামাল পরে থাকলে তা যেন ফেরত দেওয়া হয় ৷ আর আমি আজ (বুধবার) পুরো স্টেশন পরিদর্শন করেছি ৷ সন্দেহভাজন কাউকে পেলে আমরা আইনের আওতায় আনব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত