ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এ ছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯। আর একজনও কৃতকার্য হননি, এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩১ হাজার ৭৮৫ জন। তাঁদের পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে ৩৪ হাজার ৪৬৫ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা ৩ হাজার ৫৬৪ জন আর ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১২৩ জন।
পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া জামালপুরে ৯৫ দশমিক ৯৬, ময়মনসিংহে ৯৫ দশমিক ৭০ এবং শেরপুরে পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। চার জেলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এদিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫৪ জন। ফলাফল ঘোষণার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শারমিন নাহার বলেন, ‘করোনার জন্য পরীক্ষা হবে কি না, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে অনলাইনে শিক্ষকদের ধারাবাহিক ক্লাসে সফলতা পেয়েছি। আশা করছি, সব সমস্যা কাটিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।’
আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘পরীক্ষা পুরো না সংক্ষিপ্ত সিলেবাসে হবে, সেটা নিয়ে সব সময় চিন্তা কাজ করত। তবে আমরা সবাই ভালো ফল করেছি। শিক্ষকেরা আমাদের প্রতি খুব আন্তরিক ছিলেন। ফল প্রকাশের পর তাঁরা মিষ্টি খাইয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘কলেজ বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালিয়ে গেছি আমরা। এ কারণে আমাদের কলেজ ফলাফলের দিক দিয়ে ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে।’
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এ ছাড়া শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৯। আর একজনও কৃতকার্য হননি, এমন প্রতিষ্ঠান রয়েছে একটি।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩১ হাজার ৭৮৫ জন। তাঁদের পাসের হার ৯৫ দশমিক ৪১ শতাংশ। অপরদিকে ৩৪ হাজার ৪৬৫ জন ছাত্রী পাস করেছেন। পাসের হার ৯৬ দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রসংখ্যা ৩ হাজার ৫৬৪ জন আর ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১২৩ জন।
পাসের হারে এগিয়ে নেত্রকোনা জেলা: ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে নেত্রকোনা জেলা। এ জেলায় পাসের হার ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া জামালপুরে ৯৫ দশমিক ৯৬, ময়মনসিংহে ৯৫ দশমিক ৭০ এবং শেরপুরে পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। চার জেলার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এদিকে ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৭৮ শতাংশ। ১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯৫৪ জন। ফলাফল ঘোষণার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শারমিন নাহার বলেন, ‘করোনার জন্য পরীক্ষা হবে কি না, তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে অনলাইনে শিক্ষকদের ধারাবাহিক ক্লাসে সফলতা পেয়েছি। আশা করছি, সব সমস্যা কাটিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।’
আরেক শিক্ষার্থী সুমন মিয়া বলেন, ‘পরীক্ষা পুরো না সংক্ষিপ্ত সিলেবাসে হবে, সেটা নিয়ে সব সময় চিন্তা কাজ করত। তবে আমরা সবাই ভালো ফল করেছি। শিক্ষকেরা আমাদের প্রতি খুব আন্তরিক ছিলেন। ফল প্রকাশের পর তাঁরা মিষ্টি খাইয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মফিজুন নূর খোকা বলেন, ‘কলেজ বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালিয়ে গেছি আমরা। এ কারণে আমাদের কলেজ ফলাফলের দিক দিয়ে ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫