Ajker Patrika

আরব নৃত্যদলের জয়জয়কার

ইসমাইল নাজিম, ঢাকা
আরব নৃত্যদলের জয়জয়কার

বহুলপ্রতীক্ষিত ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’ (এজিটি)-এর ১৭তম সিজনের পর্দা নেমেছে গত মঙ্গলবার। এতে চ্যাম্পিয়ন হয়েছে লেবানিজ নৃত্যদল মাইয়াস। আরব নিউজ জানিয়েছে, এক মিলিয়ন মার্কিন ডলারের এই পুরস্কার জিতে অভিনন্দনের জোয়ারে ভাসছেন নৃত্যদলের তরুণীরা।

২০২১ সালে ‘ব্রিটেন’স গট ট্যালেন্ট’-এর মঞ্চেও দর্শক মাতিয়েছিল লেবাননের নৃত্যদল মাইয়াস। দলটি ২০১৯ সালে ‘আরব’স গট ট্যালেন্ট’-এ চ্যাম্পিয়ন হয়ে আরববিশ্বে ব্যাপক পরিচিতি পায়। ৩১ সদস্যের এই নৃত্যদলে রয়েছেন ১৩ থেকে ২৫ বছরের কিশোরী ও তরুণীরা। সবাই লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দা। গানের তালে তালে দুর্দান্ত দলবদ্ধ নাচের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন তাঁরা। প্রতিভাবান লেবানিজ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার নাদিম সেরফান মাইয়াস দলটির সাফল্যের পেছনের কারিগর। তিনিই দীর্ঘদিন ধরে দলটিকে গড়ে তুলেছেন।

নাদিম সেরফান বলেন, ‘এই জয় আমাকে আবার স্বপ্ন দেখার সুযোগ এনে দিয়েছে। কেউ যখন স্বপ্ন স্পর্শ করতে পারে, তখন সে নতুন স্বপ্নের সন্ধান করে। তাই আমি খুব খুশি। এখন মনে হচ্ছে, অপেক্ষা করার মতো, স্বপ্ন দেখার মতো এবং লড়াই করার মতো অনেক কিছুই বাকি আছে।’

মাইয়াস নৃত্যদলের এক সদস্য বিজয় উদ্‌যাপনের পর সংবাদমাধ্যমকে বলেন, ‘অবিশ্বাস্য! অনেক দিনের হাঁটুভাঙা পরিশ্রমের পর আমরা এখানে পৌঁছাতে পেরেছি। এই দিন দেখার জন্যই আমরা আমাদের কাজকর্ম, ঘর-বিদ্যালয় সব ছেড়ে দিনের পর দিন রিহার্সাল করেছি। এই সম্মাননা আমাদের এবং পুরো লেবাননের। আমরা পেরেছি।’

এজিটির অন্যতম বিচারক সোফিয়া ভারগারা মাইয়াসের সদস্যদের বিজয়ীর মুকুট পরিয়ে দিয়ে বলেন, ‘মাইয়াস এই পুরস্কারের যোগ্য। এই দুর্দিনে মাইয়াসের নারীরা আমাদের চোখ ধাঁধিয়ে দিয়েছে।’

আরেক বিচারক সাইমন কাওয়েল বলেন, ‘তাঁরা নিজেদের প্রতিভা বিশ্বের সামনে উপস্থাপন করে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন, এটি অনেক বড় ব্যাপার। আগামীর বিশ্ব তাঁদের হাতে।’

গত মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে মাইয়াসের বিজয়ী পারফরম্যান্স ছিল আলোর ঝলকানিতে সাদা পোশাকে পালক ছড়িয়ে আরবি স্টাইলের নাচ। এর মাধ্যমে তাঁরা লেবানিজ নববধূর রূপ তুলে ধরতে চেয়েছেন। দর্শকেরা তুমুল করতালি আর লেবাননের পতাকা উড়িয়ে অভিবাদন জানান।

মাইয়াস লেবাননের ভক্তদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। লেবানিজ ব্রডকাস্টিং করপোরেশন ইন্টারন্যাশনাল ‘কেরমালাক ইয়া লেবনান’ স্লোগানে চমৎকার বিজ্ঞাপনের মাধ্যমে মাইয়াসের জন্য সমর্থন জুগিয়েছে। মাইয়াসের পরিচালক নাদিম সেরফান বলেন, ‘যাঁরা আমাদের সমর্থন দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মাইয়াস অভিনন্দনের জোয়ারে ভাসছে। আরব বিশ্বের বিখ্যাত শোবিজ তারকা থেকে শুরু করে ধনাঢ্য ব্যবসায়ী, সবাই টুইটার-ইনস্টাগ্রামে মাইয়াসকে উষ্ণ অভিবাদন জানাচ্ছেন। লেবানিজ গায়িকা মায়া দায়াব লেখেন, ‘অসাধারণ শিল্পের মাধ্যমে মাইয়াস লেবাননের নাম বিশ্বদরবারে তুলে ধরেছে। আমরা আনন্দিত ও গর্বিত।’

মাইয়াসের ফাইনাল পারফরম্যান্স শেয়ার করে দুবাইয়ের লেবানিজ প্রভাবশালী ব্যক্তিত্ব কারেন ওয়াজেন লেখেন, ‘আমি বাক্‌রুদ্ধ!’

সূত্র: আরব নিউজ ও নেইজাবেনকুয়েট ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত