Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পঞ্চম শ্রেণি পাস!

পুঠিয়া প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৩: ৩৫
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি পঞ্চম শ্রেণি পাস!

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি পঞ্চম শ্রেণি পাস। এই নিয়ে নাখোশ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

প্রতিষ্ঠানটি হলো পুঠিয়া উপজেলার বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। গতকাল বুধবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সভাপতি পরিবর্তনের দাবিতে সভা হয়।

২০২২ সালের ১২ জানুয়ারি বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির মেয়াদ শেষ হয়। নতুন সভাপতি করা হয় মাহাবুল আলম বাবু নামের এক ব্যক্তিকে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে যাকে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে তিনি পঞ্চম শ্রেণি পাস। তিনি কখনো হাইস্কুলে যাননি। এমন সভাপতিকে শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা মেনে নেবেন না।’

কিন্তু দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাহাবুল আলম বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়, ষড়যন্ত্রমূলক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত