Ajker Patrika

জুনে আসছে প্রসেনজিৎ মিথিলার প্রথম সিনেমা

আপডেট : ১৬ মে ২০২২, ০৯: ০২
জুনে আসছে প্রসেনজিৎ মিথিলার প্রথম সিনেমা

আঁতুড়ঘরে কোলে বাচ্চা নিয়ে শুয়ে আছেন মিথিলা। মুখ তুলে বললেন, ‘মেয়ে হয়েছে গো, মেয়ে।’ এরপর আরও কিছু দৃশ্যের কোলাজে মিথিলাকে দেখা যায় বাচ্চাকে নিয়ে দোলনায়, বাড়ির বারান্দায়, কখনোবা বাচ্চার জন্য আশীর্বাদ নিতে গ্রামের মন্দিরে। আর এই পুরো সময়টায় মিথিলার সঙ্গী প্রসেনজিৎ। কয়েক দিন আগে ‘আয় খুকু আয়’ সিনেমার যে গানটি প্রকাশ পেয়েছে, তাতে এভাবেই দেখা দিয়েছেন মিথিলা।

এরই মধ্যে কলকাতার বেশ কয়েকটি সিনেমায় নাম লিখিয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী। কোনোটির শুটিং শেষ, কোনোটি আছে মাঝপথে। তালিকায় আছে—রাজর্ষি দের ‘মায়া’, রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। তবে এগুলোর মধ্যে এগিয়ে ছিল ‘আয় খুকু আয়’। এ মাসেই (২৭ মে) মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু গতকাল এক ফেসবুক পোস্টে নির্মাতা শৌভিক কুণ্ডু জানিয়ে দিলেন, ‘আয় খুকু আয়’ এ মাসে আসছে না। টালিউডে মিথিলার অভিষেক পিছিয়ে গেল আরও প্রায় এক মাস। জানানো হয়েছে, ২৭ মের বদলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুন।

প্রসেনজিতের সঙ্গে মিথিলা ছবি: ইনস্টাগ্রাম২৭ মে মুক্তির তালিকায় আছে আরও তিনটি সিনেমা—‘শবর’, ‘চিনেবাদাম’ ও ‘ভয় পেও না’। ব্যবসায়িক সুবিধার জন্য তাই পিছু হটেছে ‘আয় খুকু আয়’। এত সিনেমার ভিড়ে পরস্পরকে টেক্কা দিতে গেলে বা লড়াইয়ে নামলে তা বাংলা সিনেমার জন্যই ক্ষতি। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক। আরেকটি কারণও অবশ্য জানিয়েছেন নির্মাতা শৌভিক—টেকনিক্যাল কারণ। গ্রাফিকসের কিছু কাজ শেষ করতে আরও কিছুদিন সময় লেগে যাবে। বাধ্য হয়ে তাই কিছুটা দিন সময় নিতে চেয়েছেন তিনি ও প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস।

‘আয় খুকু আয়’ সিনেমার গল্প গ্রামের প্রেক্ষাপটে। মেয়েকে বড় করতে একজন একা বাবার সংগ্রামের গল্প ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাটিতে। বাবার চরিত্রে প্রসেনজিৎ, মায়ের চরিত্রে মিথিলা আর তাঁদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত