Ajker Patrika

বিজয়ের উল্লাসরত ‘যুদ্ধাহত বীর’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৩: ৪৯
বিজয়ের উল্লাসরত ‘যুদ্ধাহত বীর’

কুমিল্লা নগর উদ্যানে বছরের শেষ দিনে উদ্বোধন করা হয়েছে বিজয়ের আনন্দে উল্লাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য ‘যুদ্ধাহত বীর’। গতকাল শুক্রবার নগর উদ্যানে ভাস্কর্যটির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

উদ্বোধন শেষে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ধর্মসাগরপাড় প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। তারা যুদ্ধাহত এ বীরের ভাস্কর্যটি দেখবে। মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হবে।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরীর সৌন্দর্যবর্ধনে আমরা কাজ করে যাচ্ছি। এটি কাজের একটি অংশ। যাঁদের ত্যাগের বিনিময় আমরা এ দেশ পেয়েছি, সেসব বীরদের স্মরণে এটি নির্মাণ করা হয়েছে।’

ভাস্কর্যের বীর মুক্তিযোদ্ধার বাম পা আছে। যুদ্ধে ডান পা হারিয়েছেন তিনি। এমন সময় বিজয়ের খবরে শারীরিক কষ্ট ভুলে বিজয়ের উল্লাসে মাতেন তিনি।

ভাস্কর্যটির ডান হাতে দিয়ে থ্রি নট থ্রি রাইফেল। উঁচু করে রাখা রাইফেলের ওপরের অংশে জাতীয় পতাকা বাঁধা। ভাস্কর্যের পেছনে একটি ফলক রয়েছে। এর নিচের অংশে রয়েছে একটি পাতা। যা সদ্য স্বাধীন বাংলাদেশকে ইঙ্গিত করে। এর ওপরের ফলকে রয়েছে বাংলাদেশের মানচিত্র। এর দুই পাশে তামা, পিতল ও অ্যালুমিনিয়াম পদার্থের মাধ্যমে দেশের সমৃদ্ধি বোঝানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত