Ajker Patrika

চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের শুভেচ্ছা বিনিময়

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ২১
চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্যদের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সঙ্গে সদর ইউনিয়নে সব ইউপি সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের নবনির্বাচিত মেম্বররা উপজেলা পরিষদে এসে এ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মণি, যুগ্ম সম্পাদক আলী মোত্তের্জা আনোয়ারুল হক, সদর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে নারী ইউপি সদস্য মাধুবী রানী, ৪, ৫, ও ৬ ওয়ার্ডে মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, ৭, ৮ ও ৯ ওয়ার্ডে মহিলা ইউপি সদস্য রেহেনা পারভীন, ১ নম্বর ওয়ার্ডে নুর হোসেন, ২ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল, ৩ নম্বর ওয়ার্ডে এবাদুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে মাহাবুবুর রহমান বাবলু, ৭ নম্বর ওয়ার্ডে আজগর আলী, ৮ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম মন্টু, ৯ নম্বর ওয়ার্ডে ডা. আব্দুল হাই।

এ সময় উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিতদের মিষ্টিমুখ করান। এ ছাড়া আগামীদিনে বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত