Ajker Patrika

কুপিয়ে জখম, থানায় ঢুকে শেষ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১৯
কুপিয়ে জখম, থানায় ঢুকে শেষ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় শরীফ উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে জেলা শহরের টিএ রোডে এই ঘটনা ঘটে। পরে তিনি দৌড়ে সদর মডেল থানায় ঢুকে আত্মরক্ষা করেন। ব্যবসায়ী শরীফ উদ্দিন সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিন নগর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীতে ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। পুলিশ আহত অবস্থায় তাঁকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ শত্রুতার জের ধরে গ্রামের প্রতিপক্ষের লোকেরা এই হামালা করেছেন।

শরীফের চাচা সুবা মিয়া বলেন, গ্রামের মিজান ও হান্নান গ্রুপের সঙ্গে দীর্ঘদিন ধরে নানান বিষয় নিয়ে আমাদের বিরোধ চলছে। আমার ভাতিজা শরীফ ঢাকায় ট্রাভেল এজেন্সির ব্যবসা করেন। প্রতি শুক্রবার তিনি গ্রামে বাড়িতে আসেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া আসেন। ট্রেন থেকে নেমে রিকশায় তিনি শহরের ভেতরে যাচ্ছিলেন। পথে টিএ রোডের ফকিরাপুলের দক্ষিণ পাশে আসলে ৫ থেকে ৬ জন ছুরি-চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপাতে শুরু করেন। আহত অবস্থায় তিনি কাছাকাছি সদর মডেল থানায় ঢুকে আত্মরক্ষা করেন।

এই ব্যাপারে জানতে চাইলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম করে বলেন, ‘মহিউদ্দিন নগর গ্রামে দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। উভয় গ্রুপের মধ্যে মামলাও চলছে। ওই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। শরীফ দৌড়ে আত্মরক্ষার জন্য থানায় আসেন। হামলাকারী কয়েকজনের নাম আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত