Ajker Patrika

ঠিক সময়ে অফিসে আসেন না ভূমি কর্মকর্তা

আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৬
ঠিক সময়ে অফিসে আসেন না ভূমি কর্মকর্তা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ কুমার পালের বিরুদ্ধে যথাসময়ে অফিসে না আসার অভিযোগ উঠেছে। তিনি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অফিসে উপস্থিত থাকেন না। মাঝেমধ্যেই অফিসের দুয়ারে তালা দেওয়া থাকে। এতে অনেককেই কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যেতে হয়।

গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বয়রাগাদী ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ। এ ছাড়া আরও অনেক দিন একই চিত্র দেখা গেছে। অফিসে কেউ নেই। বাইরে সেবা নিতে আসা ব্যক্তিরা অপেক্ষমাণ। কেউ কেউ বিরক্ত হয়ে চলে যাচ্ছেন।

জমির খাজনা দিতে আসা মো. ইসমাইল বলেন, ‘সকাল ৯টায় এখানে এসেছি, এখন ১২টায়ও দেখা নেই ভূমি কর্মকর্তার। সকাল ১০টায় অফিস শুরুর কথা। কিন্তু তিনি এখনো আসেননি।’

কৃষ্ণ কুমার পালকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তাঁর অফিসে এক সপ্তাহে তিন দিন যাওয়ার পরও দেখা মেলেনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ‘অফিস ঠিকমতো না করার কোনো সুযোগ নেই। তার পরও আজকে (মঙ্গলবার) আপনার সামনে কৃষ্ণ কুমার পালকে ফোন করে হুঁশিয়ার করে দিয়েছি এবং ভবিষ্যতে এ রকম করলে যথাযথ ব্যবস্থা নেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত