Ajker Patrika

বিচার দাবিতে মানববন্ধন, মামলা নেয়নি পুলিশ

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ১৯
বিচার দাবিতে মানববন্ধন, মামলা নেয়নি পুলিশ

রাঙামাটি সরকারি মহিলা কলেজের ছাত্রী পূর্ণিমা চাকমাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে এই মানববন্ধন হয়। এতে রাঙামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী মো. মুজিবুর রহমান, মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, ছাত্রনেতা হাবীব, পূর্ণিমা চাকমার সহপাঠী সাধনা চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, পূর্ণিমাকে খুনের সঙ্গে মল্লিকা দেওয়ান, নিকেতা দেওয়ান, অঞ্জলি চাকমা ওরফে গান্ডি জড়িত। এঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হলে মূল রহস্য বেরিয়ে আসবে।

এদিকে গত ২৯ অক্টোবর শহরের রাজাবাড়ি মল্লিকা দেওয়ানের বাড়ি থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করা হয়। পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা কোতোয়ালি থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। কিন্তু পুলিশ এটি এখনো মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ণিমা চাকমার ভাই পলাশ চাকমার কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এটি আমরা তদন্ত করে দেখছি। এখনো এটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়নি, প্রক্রিয়াধীন আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত