Ajker Patrika

বিপিএলের প্লে অফে থাকছে ডিআরএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলের প্লে অফে থাকছে ডিআরএস

শুধু সিদ্ধান্ত নির্ভুল করতেই নয়, খেলাটার সৌন্দর্য বাড়াতে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) অবদান কম নয়। আম্পায়ারদের সিদ্ধান্তে বিতর্ক আর ভুল কমিয়ে আনতে ডিআরএসের ব্যবহার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অনেক পিছিয়েও। টুর্নামেন্টের লিগ পর্ব শেষে ডিআরএস আনার বিষয়টি চূড়ান্ত করেছে বিসিবি। গতকাল বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএলের প্লে অফ পর্ব থেকে থাকবে ডিআরএস।

গতবারের মতো এবারও বিপিএলের লিগ পর্বে ডিআরএস পায়নি বিসিবি। এ নিয়ে তাদের সীমাবদ্ধতার কথাও জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগে। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের ঘোষণা অনুযায়ী প্লে অফ পর্বে দেখা যাবে পূর্ণাঙ্গ ডিআরএস। নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আসবে, আমাদের বুকিং দেওয়া আছে। অবশ্যই আসবে।’

‘এডিআরএস’ ব্যবহার করে বিতর্ক যেন আরও বেড়েছে এই বিপিএলে। শুরু থেকেই কোচ ও খেলোয়াড়েরা এর বিপক্ষে কথা বলেছেন। টুর্নামেন্টের শুরুর দিকে সৌম্য সরকারকে আউট দিয়ে আবার নটআউট দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়। তবে প্লে অফে ডিআরএস এলে বিতর্কও কমবে।

আগামী রোববার থেকে শুরু হবে বিপিএলের প্লে অফ পর্ব। তবে ডিআরএস নিয়ে এখনো আম্পায়ারদের পরিষ্কার কোনো বার্তা দেওয়া হয়নি বলেই দাবি এক আম্পায়ারের, ‘আমাদের সঙ্গে এখনো কোনো কথা হয়নি। আমাদের বিভাগ থেকে যতটুকু জানি, এলিমিনেটর থেকে ডিআরএস আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত