রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৫২ কিলোমিটারের মধ্যে রয়েছে ৩৮টি ঝুঁকিপূর্ণ বাঁক। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ বছরে ৭৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১০ জন। আহত হয়েছেন দুই শতাধিক যাত্রী।
সূত্রে আরও জানা গেছে, গত এক সপ্তাহে এ সড়কে ৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ২ জন। আহত হয়েছেন ২০ জন।
কাপ্তাই সড়কের বাসচালক ইলিয়াছ আলী বলেন, এ সড়কটি বেশ ঝুঁকিপূর্ণ। রয়েছে অনেক ঝুঁকিপূর্ণ বাঁক। বাঁকগুলোতে যানবাহন মুখোমুখি হলেই দুর্ঘটনা ঘটে। এসব বাঁকে আয়না স্থাপনসহ প্রয়োজন সংস্কার।
অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম বলেন, স্টেশনগুলোতে কোনো গতিরোধক না থাকায় চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালান। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ওয়ার্কাস ইউনিয়ন নেতা শাহ আলম চৌধুরী বলেন, ‘বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা থেকে পরিত্রাণ পেতে হলে বাঁকগুলোতে সতর্কচিহ্নসংবলিত সাইনবোর্ড ও স্বচ্ছ আয়না স্থাপন করা প্রয়োজন। বাঁকগুলো সংস্কার করলে দুর্ঘটনা কমবে।’
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক যাত্রী হয়রানি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আবুল ফজল জানান, সড়কে চলাচলকারী যানবাহনগুলোর অধিকাংশেরই ফিটনেস নেই। আবার বেশির ভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আমাদের ট্রাফিক পুলিশ আছে মাত্র তিনজন। পর্যাপ্ত লোকবল না থাকায় ট্রাফিক পুলিশ বাড়ানো সম্ভব না। তা সত্ত্বেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই করা হয়।
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৫২ কিলোমিটারের মধ্যে রয়েছে ৩৮টি ঝুঁকিপূর্ণ বাঁক। এসব বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ বছরে ৭৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ১০ জন। আহত হয়েছেন দুই শতাধিক যাত্রী।
সূত্রে আরও জানা গেছে, গত এক সপ্তাহে এ সড়কে ৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ২ জন। আহত হয়েছেন ২০ জন।
কাপ্তাই সড়কের বাসচালক ইলিয়াছ আলী বলেন, এ সড়কটি বেশ ঝুঁকিপূর্ণ। রয়েছে অনেক ঝুঁকিপূর্ণ বাঁক। বাঁকগুলোতে যানবাহন মুখোমুখি হলেই দুর্ঘটনা ঘটে। এসব বাঁকে আয়না স্থাপনসহ প্রয়োজন সংস্কার।
অটোরিকশার যাত্রী রফিকুল ইসলাম বলেন, স্টেশনগুলোতে কোনো গতিরোধক না থাকায় চালকেরা দ্রুতগতিতে গাড়ি চালান। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ওয়ার্কাস ইউনিয়ন নেতা শাহ আলম চৌধুরী বলেন, ‘বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা থেকে পরিত্রাণ পেতে হলে বাঁকগুলোতে সতর্কচিহ্নসংবলিত সাইনবোর্ড ও স্বচ্ছ আয়না স্থাপন করা প্রয়োজন। বাঁকগুলো সংস্কার করলে দুর্ঘটনা কমবে।’
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক যাত্রী হয়রানি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. মো. আবুল ফজল জানান, সড়কে চলাচলকারী যানবাহনগুলোর অধিকাংশেরই ফিটনেস নেই। আবার বেশির ভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সও নেই।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আমাদের ট্রাফিক পুলিশ আছে মাত্র তিনজন। পর্যাপ্ত লোকবল না থাকায় ট্রাফিক পুলিশ বাড়ানো সম্ভব না। তা সত্ত্বেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস যাচাই করা হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫