Ajker Patrika

শহরে কনসার্ট: এক মঞ্চে নগর বাউল অর্থহীন ও আর্টসেল

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১১: ৪৪
শহরে কনসার্ট: এক মঞ্চে নগর বাউল অর্থহীন ও আর্টসেল

বছরজুড়ে দেশ-বিদেশে মঞ্চ মাতায় নগর বাউল। যেকোনো উৎসব উপলক্ষে নগর বাউলকে কনসার্টে পান ভক্তরা। কনসার্টে আর্টসেলেরও ব্যস্ততা আছে অনেক। আর্টসেলনা থাকলে যেন পূর্ণতা পায় না কোনো রক কনসার্ট! নানা প্রতিকূলতা পেরিয়ে অর্থহীনও কনসার্টে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। গত বছরের ডিসেম্বরে ঢাকা রক ফেস্ট দিয়ে চার বছর পর মঞ্চে ওঠে অর্থহীন। প্রায় ৯ মাস পর সেপ্টেম্বরে আবারও তাদের কনসার্টে দেখা যাবে। নগর বাউল, অর্থহীন ও আর্টসেল—এই তিন ব্যান্ড নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর যদি তাঁদের একই মঞ্চে দেখা যায়, তাহলে তো কথাই নেই! এ অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজের মঞ্চে।

নগর বাউল ব্যান্ডের জেমসচট্টগ্রামের পর এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের দ্বিতীয় পর্ব। আগামী ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ বসবে এই জমকালো কনসার্ট। আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস। তবে এবারের লাইনআপ চট্টগ্রামের থেকে কিছুটা আলাদা। লাইনআপে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রির আরও বড় বড় নাম।

অর্থহীন ব্যান্ডের শিল্পীরাআয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের কনসার্টের শো-স্টপার নগর বাউল। এ ছাড়া মঞ্চ মাতাবে অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক ও অনকোর। দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে—রেগুলার (৫৫০ টাকা) এবং ভিআইপি (১২৫০ টাকা)। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনির। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে। ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।

 আর্টসেল ব্যান্ডের শিল্পীরাকনসার্টটিকে এ বছরের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখছেন সংগীতপ্রেমিরা। আয়োজক প্রতিষ্ঠান আশা করছে,  আট হাজারের বেশি দর্শক এ কনসার্ট উপভোগ করবেন।

নগর বাউল ব্যান্ডের জেমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত