বছরজুড়ে দেশ-বিদেশে মঞ্চ মাতায় নগর বাউল। যেকোনো উৎসব উপলক্ষে নগর বাউলকে কনসার্টে পান ভক্তরা। কনসার্টে আর্টসেলেরও ব্যস্ততা আছে অনেক। আর্টসেলনা থাকলে যেন পূর্ণতা পায় না কোনো রক কনসার্ট! নানা প্রতিকূলতা পেরিয়ে অর্থহীনও কনসার্টে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। গত বছরের ডিসেম্বরে ঢাকা রক ফেস্ট দিয়ে চার বছর পর মঞ্চে ওঠে অর্থহীন। প্রায় ৯ মাস পর সেপ্টেম্বরে আবারও তাদের কনসার্টে দেখা যাবে। নগর বাউল, অর্থহীন ও আর্টসেল—এই তিন ব্যান্ড নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর যদি তাঁদের একই মঞ্চে দেখা যায়, তাহলে তো কথাই নেই! এ অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজের মঞ্চে।
চট্টগ্রামের পর এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের দ্বিতীয় পর্ব। আগামী ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ বসবে এই জমকালো কনসার্ট। আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস। তবে এবারের লাইনআপ চট্টগ্রামের থেকে কিছুটা আলাদা। লাইনআপে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রির আরও বড় বড় নাম।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের কনসার্টের শো-স্টপার নগর বাউল। এ ছাড়া মঞ্চ মাতাবে অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক ও অনকোর। দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে—রেগুলার (৫৫০ টাকা) এবং ভিআইপি (১২৫০ টাকা)। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনির। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে। ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
কনসার্টটিকে এ বছরের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখছেন সংগীতপ্রেমিরা। আয়োজক প্রতিষ্ঠান আশা করছে, আট হাজারের বেশি দর্শক এ কনসার্ট উপভোগ করবেন।
বছরজুড়ে দেশ-বিদেশে মঞ্চ মাতায় নগর বাউল। যেকোনো উৎসব উপলক্ষে নগর বাউলকে কনসার্টে পান ভক্তরা। কনসার্টে আর্টসেলেরও ব্যস্ততা আছে অনেক। আর্টসেলনা থাকলে যেন পূর্ণতা পায় না কোনো রক কনসার্ট! নানা প্রতিকূলতা পেরিয়ে অর্থহীনও কনসার্টে নিয়মিত হওয়ার চেষ্টা করছে। গত বছরের ডিসেম্বরে ঢাকা রক ফেস্ট দিয়ে চার বছর পর মঞ্চে ওঠে অর্থহীন। প্রায় ৯ মাস পর সেপ্টেম্বরে আবারও তাদের কনসার্টে দেখা যাবে। নগর বাউল, অর্থহীন ও আর্টসেল—এই তিন ব্যান্ড নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আর যদি তাঁদের একই মঞ্চে দেখা যায়, তাহলে তো কথাই নেই! এ অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজের মঞ্চে।
চট্টগ্রামের পর এবার রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেডব্যঙ্গার্স প্যারাডাইজ কনসার্টের দ্বিতীয় পর্ব। আগামী ১৬ সেপ্টেম্বর বসুন্ধরা আইসিসিবি হল-৪-এ বসবে এই জমকালো কনসার্ট। আয়োজন করেছে সিক্স বেইজ কমিউনিকেশনস। তবে এবারের লাইনআপ চট্টগ্রামের থেকে কিছুটা আলাদা। লাইনআপে যুক্ত হয়েছে ইন্ডাস্ট্রির আরও বড় বড় নাম।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এবারের কনসার্টের শো-স্টপার নগর বাউল। এ ছাড়া মঞ্চ মাতাবে অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক ও অনকোর। দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে—রেগুলার (৫৫০ টাকা) এবং ভিআইপি (১২৫০ টাকা)। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে বিভিন্ন স্যুভেনির। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে। ১৬ সেপ্টেম্বর বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ কনসার্ট।
কনসার্টটিকে এ বছরের অন্যতম বড় আয়োজন হিসেবে দেখছেন সংগীতপ্রেমিরা। আয়োজক প্রতিষ্ঠান আশা করছে, আট হাজারের বেশি দর্শক এ কনসার্ট উপভোগ করবেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫