Ajker Patrika

ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল

ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল

ছয় অভিনয়শিল্পীকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। অভিনয়শিল্পীরা হলেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, ফারহান আহমেদ জোভান, তটিনী, তৌসিফ মাহবুব ও নীহা। ক্লোজআপ নিবেদিত এই উৎসব অনুষ্ঠিত হবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে।

আয়োজকেরা জানিয়েছেন, ছয় অভিনয়শিল্পীকে নিয়ে তিনটি প্রেমের গল্পের নাটক দিয়ে সাজানো হচ্ছে উৎসব। ভালোবাসা দিবস ছাড়া বিশেষ নাটক নিয়ে দেশে এমন উৎসব আগে হয়নি। উৎসব শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে।

সিএমভির প্রধান এস কে সাহেদ আলী পাপ্পু জানান, উৎসবের প্রথম পর্বে থাকছে তিনটি বিশেষ নাটক। নাটকগুলো হলো জাকারিয়া সৌখিন পরিচালিত ‘পথে হলো দেরি’, প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘হৃদয়ে হৃদয়’। নাটক তিনটিতে জুটি বেঁধে অভিনয় করছেন যথাক্রমে অপূর্ব-তটিনী, তৌসিফ-তিশা এবং জোভান-নীহা। প্রচার করা হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেয়েছি গানে ও নাটকে মানসম্পন্ন কাজ উপহার দিতে। ক্লোজআপকে সঙ্গে পেয়ে আমাদের সেই যাত্রা আরও উৎসবমুখর হলো। আমরা বিশ্বাস করি, সামনে আরও বড় পরিসরে এই উৎসব করতে পারব।’ 

এ ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে নাটক নির্মাণ ও প্রচারের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তিন নাটকের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। তাঁদের মতে, অস্থির এই সময়ে এ ধরনের উদ্যোগ শুভবার্তা দেয়।

ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যালের নাটকগুলোর বিস্তারিতসহ উৎসবের সময়সূচি প্রকাশ করা হবে সিএমভির ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত