Ajker Patrika

বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৩: ০১
বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে সংগঠনটির নেতা-কর্মীরা। ১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি। প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝালকাঠি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা কামাল শরীফের নেতৃত্বে শহরের টাউন হলের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর যুবলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুর রহমান স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : জমকালো আয়োজনে সখিপুর থানা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাইয়ুম পাইক, সখিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি কোহিনূর সুলতানা দোলা, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া ব্যাপারী, সখিপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি আলি আকবর পাইক প্রমুখ।

লালমোহন (ভোলা) : লালমোহনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মঞ্জু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

শিবচর (মাদারীপুর) : যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে শিবচর উপজেলা যুবলীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু স্বপন কুমার রায় প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত