Ajker Patrika

ভোটে জিততে ‘হাতিয়ার’ নিয়ে মাঠে নেতারা

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১২: ৩৮
ভোটে জিততে ‘হাতিয়ার’ নিয়ে মাঠে নেতারা

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ (ইউপি)-সহ ৫টি রাজ্যে আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন। এই পাঁচ রাজ্যে ইউপির ক্ষমতা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্ষমতাসীন দল বিজেপির জন্য। সে লক্ষ্যে জোর প্রচারণাও চালিয়ে যাচ্ছে দলটি। তবে ইউপিতে ক্ষমতার আসনে বসার জন্য মরিয়া দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এবং রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিও (সপা)।

নির্বাচন সামনে রেখে অযোধ্যায় রামমন্দির, বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থানের উন্নয়ন প্রকল্পে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা করাই তাঁদের (বিজেপি) প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরে মন্দিরে ঘুরে ধর্মীয় আবেগ কাজে লাগাতে চাইছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অবশ্য নারীর ক্ষমতায়নকেই ভোটে জেতার প্রধান হাতিয়ার করতে চাইছে। আর ইউপির প্রধান বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অবশ্য সুশাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনাকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী মোদি কাশীর মন্দির প্রকল্পকে দেশের উন্নয়নের রোডম্যাপ বলে বর্ণনা করেছেন। তবে মন্দির নিয়ে বিজেপির নির্বাচনী কৌশলকে বিভাজনের রাজনীতি বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা অখিলেশ যাদব।

এদিকে গতকাল অখিলেশ যাদবের ঘনিষ্ঠ তিন নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। তবে এ ঘটনার পর, নির্বাচনের ঠিক আগে আয়কর বিভাগের এমন পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য় রয়েছে বলে দাবি করেছেন অখিলেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত