পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতি কম থাকলেও ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ দেখা গেছে। যান চলাচল বন্ধ থাকায় ৫ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে এসে ভোট দিয়েছেন কোনো কোনো ভোটার। ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই ইউপিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একই ভাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২টি ইউপিতে নৌকার প্রতীকে প্রার্থী নির্বাচিত হলেও ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি ইউপি নির্বাচনে ভোগান্তি উপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটারেরা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটে বাইশারী ইউপিতে আলম কোম্পানী ও দৌছড়ি ইউপিতে ইমরান মেম্বার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে বাইশারীতে আগের রাতে বহিরাগত ইস্যু ও টাকা বিতরণের অভিযোগ তুলে বান্দরবান জেলা আওয়ামী লীগের এক নেতাকে লাঞ্ছিত করেছেন প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন। তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্থানীয় ভোটারেরা বহিরাগত হিসেবে তাকে বাধা দিয়েছিল। মারধর করার কথা তিনি এখনো শোনেন নি।
দৌছড়ি ইউপির ৯টি কেন্দ্রের প্রতিটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। নির্বাচন চলাকালে বাহির কুরিক্ষ্যং, কুলাচি ও বাহির মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের দুর্ভোগ ছিল সীমাহীন। নিষেধাজ্ঞা থাকায় যান চলাচল করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে প্রচণ্ড রোধে হেঁটে ১ থেকে ৫ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে ভোট দিতে আসেন ভোটারেরা। এদিকে বাইশারী ইউপিতে কেন্দ্র ৯টি। এখানে প্রায় প্রতিটি কেন্দ্রেই নেটওয়ার্ক ছিল। এখানে পুলিশ ক্যাম্প রয়েছে।
কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির নৌকার প্রতীকে প্রার্থী চিরনজীত তনচংগ্যা ৩ হাজার ৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একইভাবে কাপ্তাই ইউপিতে নৌকা প্রতীকে প্রকৌশলী আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন। তবে রাইখালী ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মংক্য মারমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
ওয়াগ্গা ইউপির পুরোনো ইউপি কার্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বহিরাগত লোকজন এনে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপাই মারমা।
এদিকে দুপুর ১টার দিকে কাপ্তাই ইউপির চারটি কেন্দ্র রাইখালী ইউপিতে দুইটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি কম দেখা যায় যায়। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা দাবি করেন, সকালে এখানে প্রচুর ভোটার উপস্থিতি ছিল। এদিকে ভোটের দিন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
বরকল (রাঙামাটি): রাঙামাটি বরকলে ইউপি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনী বিধি মোতাবেক উপজেলার চার ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কাজ সম্পন্ন করেছে নির্বাচন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাঁরা জানান, নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট কারচুপি হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জমির উদ্দিন জানান, বরকলে ইউপি নির্বাচনে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।
মহালছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ ইউনিয়নে ২৭টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। গুইমারা উপজেলা মোট ভোটার ৩২ হাজার ৪৯৯ জন। বিকেল ৪টা ভোট গণনা শুরু হওয়া পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া যায়নি।
পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতি কম থাকলেও ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ দেখা গেছে। যান চলাচল বন্ধ থাকায় ৫ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে এসে ভোট দিয়েছেন কোনো কোনো ভোটার। ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই ইউপিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একই ভাবে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২টি ইউপিতে নৌকার প্রতীকে প্রার্থী নির্বাচিত হলেও ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান): বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুটি ইউপি নির্বাচনে ভোগান্তি উপেক্ষা করে ভোট দিয়েছেন ভোটারেরা। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ভোটে বাইশারী ইউপিতে আলম কোম্পানী ও দৌছড়ি ইউপিতে ইমরান মেম্বার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে বাইশারীতে আগের রাতে বহিরাগত ইস্যু ও টাকা বিতরণের অভিযোগ তুলে বান্দরবান জেলা আওয়ামী লীগের এক নেতাকে লাঞ্ছিত করেছেন প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন। তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্থানীয় ভোটারেরা বহিরাগত হিসেবে তাকে বাধা দিয়েছিল। মারধর করার কথা তিনি এখনো শোনেন নি।
দৌছড়ি ইউপির ৯টি কেন্দ্রের প্রতিটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত। নির্বাচন চলাকালে বাহির কুরিক্ষ্যং, কুলাচি ও বাহির মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ভোটারদের দুর্ভোগ ছিল সীমাহীন। নিষেধাজ্ঞা থাকায় যান চলাচল করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে প্রচণ্ড রোধে হেঁটে ১ থেকে ৫ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে ভোট দিতে আসেন ভোটারেরা। এদিকে বাইশারী ইউপিতে কেন্দ্র ৯টি। এখানে প্রায় প্রতিটি কেন্দ্রেই নেটওয়ার্ক ছিল। এখানে পুলিশ ক্যাম্প রয়েছে।
কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির নৌকার প্রতীকে প্রার্থী চিরনজীত তনচংগ্যা ৩ হাজার ৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একইভাবে কাপ্তাই ইউপিতে নৌকা প্রতীকে প্রকৌশলী আব্দুল লতিফ নির্বাচিত হয়েছেন। তবে রাইখালী ইউপিতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মংক্য মারমা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
ওয়াগ্গা ইউপির পুরোনো ইউপি কার্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে বহিরাগত লোকজন এনে বিশৃঙ্খলার চেষ্টার অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আপাই মারমা।
এদিকে দুপুর ১টার দিকে কাপ্তাই ইউপির চারটি কেন্দ্র রাইখালী ইউপিতে দুইটি কেন্দ্রে গিয়ে ভোটার উপস্থিতি কম দেখা যায় যায়। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তারা দাবি করেন, সকালে এখানে প্রচুর ভোটার উপস্থিতি ছিল। এদিকে ভোটের দিন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
বরকল (রাঙামাটি): রাঙামাটি বরকলে ইউপি নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনী বিধি মোতাবেক উপজেলার চার ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ কাজ সম্পন্ন করেছে নির্বাচন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তাঁরা জানান, নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট কারচুপি হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জমির উদ্দিন জানান, বরকলে ইউপি নির্বাচনে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।
মহালছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৩ ইউনিয়নে ২৭টি ভোটকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। গুইমারা উপজেলা মোট ভোটার ৩২ হাজার ৪৯৯ জন। বিকেল ৪টা ভোট গণনা শুরু হওয়া পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া যায়নি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫