Ajker Patrika

কবি হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
কবি হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আজ ২২ নভেম্বর অকালপ্রয়াত কবি, গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী। কবি হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে নানা কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৯টায় কবির কবরে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া-মোনাজাত, দুপুরে শিশুদের উন্নত খাবার পরিবেশন এবং ৩০ নভেম্বর সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোংলা শাখার আয়োজনে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা।

কবি হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই মোংলার মিঠেখালি জন্মগ্রহণ করেন। তাঁর বড় ভাই প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। হিমেল বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

হিমেল বরকতের প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে চোখে চৌদিকে, বৈশ্য বিদ্যালয় কাব্যগ্রন্থ, দশ মাতৃক দৃশ্যাবলী, গবেষণাধর্মী গ্রন্থ প্রান্তস্বর ব্রাত্যভাবনা, সাহিত্য সমালোচক বুদ্ধদেব বসু গবেষণা গ্রন্থ, ছড়ায় ছড়ায় প্রকৃতির বিস্ময় ইত্যাদি।

কবি হিমেল বরকত ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত