আয়নাল হোসেন, ঢাকা
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানেরা সারা দিন রোজা পালন শেষে ইফতারির সঙ্গে নানা ধরনের খাবার খেয়ে থাকেন। দেশের অধিকাংশ মানুষই ইফতারিতে ছোলা-মুড়ি খান। এ সময়ে ছোলার চাহিদা বাড়ায় দামও বাড়ান ব্যবসায়ীরা। এবার রোজার আগে পণ্যটির দাম বেড়েছে খুচরায়। যদিও পাইকারিতে দাম কমেছে বা অপরিবর্তিত আছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি ছোলা খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল মানভেদে ৬৫-৭০ টাকায়। চলতি বছরের ১ জানুয়ারি তা বিক্রি হয়েছিল ৭০-৭৫ টাকা। বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ছোলার দাম বেড়েছে সর্বোচ্চ ১০ টাকা।
পুরান ঢাকার নয়াবাজারের মুদি দোকানি আবুল কালাম জানান, মাসখানেক আগে তাঁদের বাজারে মানভেদে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০-৭২ টাকা। বর্তমানে তা ৭২-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসের তথ্যানুযায়ী, দেশে বছরে ছোলার মোট চাহিদা ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা রয়েছে ৮০ হাজার মেট্রিক টনের। দেশে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার একটি বড় অংশ আমদানি হয় এবং চট্টগ্রামের ব্যবসায়ীরাই বেশির ভাগ আমদানি করেন। তবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরাও ছোলা আমদানি করে থাকেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, তাঁদের বাজারে ছোলা বর্তমানে কম দামে বিক্রি হচ্ছে। মাস খানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৬৫-৬৮ টাকা। যা বর্তমানে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রহমতগঞ্জের পাইকারি ছোলা ব্যবসায়ীরা জানান, রমজান মাসকে সামনে রেখে প্রায় প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ ছোলার মজুত রয়েছে। বর্তমানে তাদের বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। যা কিছুদিন আগেও ৬৩-৬৫ টাকা ছিল। রমজান মাসকে সামনে রেখে অনেকেই ছোলা আমদানি করেছেন।
ছোলার মজুত ও দাম সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ বছর টিসিবি ২০ হাজার টন ছোলা কিনেছে। যা গত বছর কিনেছিল ৫ হাজার টন। ছোলার দাম এখনো পাইকারিতে সহনীয় রয়েছে। তবে রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়ান। এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সেজন্য আমদানিকারক, পাইকারি ও খুচরা—সব পর্যায়ে বাজার তদারকি করা হবে। কেউ অতিরিক্ত মুনাফা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান। ধর্মপ্রাণ মুসলমানেরা সারা দিন রোজা পালন শেষে ইফতারির সঙ্গে নানা ধরনের খাবার খেয়ে থাকেন। দেশের অধিকাংশ মানুষই ইফতারিতে ছোলা-মুড়ি খান। এ সময়ে ছোলার চাহিদা বাড়ায় দামও বাড়ান ব্যবসায়ীরা। এবার রোজার আগে পণ্যটির দাম বেড়েছে খুচরায়। যদিও পাইকারিতে দাম কমেছে বা অপরিবর্তিত আছে।
রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি ছোলা খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল মানভেদে ৬৫-৭০ টাকায়। চলতি বছরের ১ জানুয়ারি তা বিক্রি হয়েছিল ৭০-৭৫ টাকা। বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। অর্থাৎ দুই মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ছোলার দাম বেড়েছে সর্বোচ্চ ১০ টাকা।
পুরান ঢাকার নয়াবাজারের মুদি দোকানি আবুল কালাম জানান, মাসখানেক আগে তাঁদের বাজারে মানভেদে প্রতি কেজি ছোলার দাম ছিল ৭০-৭২ টাকা। বর্তমানে তা ৭২-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিল মাসের তথ্যানুযায়ী, দেশে বছরে ছোলার মোট চাহিদা ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা রয়েছে ৮০ হাজার মেট্রিক টনের। দেশে যে পরিমাণ ছোলার চাহিদা রয়েছে তার একটি বড় অংশ আমদানি হয় এবং চট্টগ্রামের ব্যবসায়ীরাই বেশির ভাগ আমদানি করেন। তবে নারায়ণগঞ্জের ব্যবসায়ীরাও ছোলা আমদানি করে থাকেন।
চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী জামাল উদ্দিন জানান, তাঁদের বাজারে ছোলা বর্তমানে কম দামে বিক্রি হচ্ছে। মাস খানেক আগেও প্রতি কেজি ছোলার দাম ছিল ৬৫-৬৮ টাকা। যা বর্তমানে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
পুরান ঢাকার রহমতগঞ্জের পাইকারি ছোলা ব্যবসায়ীরা জানান, রমজান মাসকে সামনে রেখে প্রায় প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ ছোলার মজুত রয়েছে। বর্তমানে তাদের বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। যা কিছুদিন আগেও ৬৩-৬৫ টাকা ছিল। রমজান মাসকে সামনে রেখে অনেকেই ছোলা আমদানি করেছেন।
ছোলার মজুত ও দাম সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এ বছর টিসিবি ২০ হাজার টন ছোলা কিনেছে। যা গত বছর কিনেছিল ৫ হাজার টন। ছোলার দাম এখনো পাইকারিতে সহনীয় রয়েছে। তবে রমজান মাস এলে চাহিদা বাড়ায় খুচরা বিক্রেতারা পণ্যটির দাম বাড়ান। এ বছর যাতে অতিরিক্ত বাড়াতে না পারেন, সেজন্য আমদানিকারক, পাইকারি ও খুচরা—সব পর্যায়ে বাজার তদারকি করা হবে। কেউ অতিরিক্ত মুনাফা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪