Ajker Patrika

সিনেমা নিয়ে যুক্তরাজ্যে

সিনেমা নিয়ে যুক্তরাজ্যে

‘বিফোর আই ডাই’ নামক একটি সিনেমায় অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী সেলিনা আফ্রি। মিনহাজ কিবরিয়া পরিচালিত সিনেমাটি তৈরি হয়েছে বাংলা ও ইংরেজি দুই ভাষায়। গত কোরবানির ঈদে ‘বিফোর আই ডাই’ মুক্তি পেয়েছিল লন্ডনের জেনেসিস হলে। এ সিনেমার জন্যই আগামী ডিসেম্বরে যুক্তরাজ্যে যাচ্ছেন আফ্রি।

আফ্রি জানান, ডিসেম্বরে যুক্তরাজ্যের কয়েকটি অঙ্গরাজ্যে আবারও মুক্তি পেতে যাচ্ছে ‘বিফোর আই ডাই’। সেসব প্রদর্শনীতে অংশ নিতেই আফ্রির এ যুক্তরাজ্য সফর। সেখানে তিনি নিজেও সিনেমাটি দেখবেন, দর্শকদের সঙ্গে অনুভূতি ভাগাভাগি করে নেবেন। আফ্রি বলেন, ‘বড় পর্দায় আমি নিজেও সিনেমাটি দেখিনি এখনো। সেখানে গিয়ে সবার সঙ্গে বসে প্রথমবারের মতো দেখব।

গত কোরবানিতে মুক্তি পাওয়ার পর ভালোই সাড়া পেয়েছিলাম।’ আফ্রি জানান, আগামী বছরের শুরুর দিকে ‘বিফোর আই ডাই’ বাংলাদেশে মুক্তির কথা চলছে।

এর আগে ‘মায়া: দ্য রিভেঞ্জ’সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আফ্রি। মাঝেমধ্যে টিভি নাটকেও তাঁর দেখা পাওয়া যায়। সম্প্রতি আফ্রি যুক্ত হয়েছেন নাজমুল হুদা ইমন পরিচালিত ধারাবাহিক নাটক ‘কুলেজ’-এ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত