Ajker Patrika

‘মায়া’য় জড়ালেন বুবলী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৩৪
‘মায়া’য় জড়ালেন বুবলী

দুই পাশে বিস্তীর্ণ খেত, মাঝ দিয়ে চলে গেছে রেললাইন। ছোট একটি ইউনিট নিয়ে রেললাইনে শুটিং করছেন নির্মাতা জসিম উদ্দীন জাকির। দূর থেকে দৌড়ে আসছেন বুবলী। ক্যামেরার কাছাকাছি এসে গতি কমালেন। চোখমুখে তাঁর উদ্বেগ ও ক্লান্তি। নির্মাতা ‘কাট’ বলে শট শেষ করলেন। পাশেই ছাতার নিচে একটি চেয়ার রাখা। সেখানে গিয়ে বসলেন বুবলী। এবার পরের শটের প্রস্তুতি। নির্মাতা জানালেন, পরের শটটি বেশ ঝুঁকিপূর্ণ। ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার দৃশ্যধারণ হবে। তার জন্য রাখা হয়েছে স্টান্টম্যান।

ঘটনা গত শুক্রবারের। বুবলী যে সিনেমাটির শুটিং করছিলেন, সেটির নাম ‘মায়া, দ্য লাভ’। জসিম উদ্দীন জাকিরের পরিচালনায় এ সিনেমায় বুবলীর নায়ক তিনজন—আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান। এ মাসের শুরুর দিকে এফডিসিতে গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। গানের পর্ব শেষ। এখন চলছে বাকি দৃশ্যগুলোর কাজ।

নির্মাতা জাকির জানিয়েছেন, ভালোবাসার গল্পে সিনেমাটি তৈরি হচ্ছে। বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু বুবলী আবার ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবেন বুবলী। এরপর ঘটবে নানা সিনেম্যাটিক ঘটনা।

বুবলী বলেন, ‘অনেক সুন্দর গল্পের সিনেমা ‘‘মায়া, দ্য লাভ’’। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য—সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। বলা যায়, আমি এখন এ সিনেমার মায়ায় জড়িয়ে আছি।’

বর্তমানে গাজীপুরের পুবাইলে চলছে ‘মায়া, দ্য লাভ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। ২৩ ফেব্রুয়ারি থেকে সেখানেই আছে সিনেমার ইউনিট। এরপর ফিল্ম ভ্যালিতে শুটিং চলবে আগামী ৩ মার্চ পর্যন্ত। নির্মাতা জানিয়েছেন, ১৪ মার্চ থেকে তৃতীয় লটের শুটিং শুরু হবে। একটানা কাজ করে এ বছরই সিনেমাটি মুক্তি দিতে চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত