Ajker Patrika

অদ্ভুত এক নারীর চরিত্রে রাশি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩: ৩৯
অদ্ভুত এক নারীর চরিত্রে রাশি

‘রুদ্র- দ্য এজ অব ডার্কনেস’ দিয়ে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখতে চলেছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। এর মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডেও ফিরলেন এই অভিনেত্রী। রাশির শুরুটাই হয়েছিল বলিউডের ‘মাদ্রাজ ক্যাফে’ সিনেমার ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

জনপ্রিয় বিবিসি সিরিজ ‘লুথার’-এর হিন্দি রিমেক ‘রুদ্র’। ছয় পর্বের ওয়েব সিরিজটি আজ থেকে ডিজনি হটস্টারে স্ট্রিমিং হবে। সিরিজে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে রাশিকে। ডা. আলিয়া চোকসির চরিত্রে অভিনয় করছেন তিনি। রাশি বলেন, ‘চরিত্রটাকে দর্শক ঘৃণা করতে করতে একসময় তাঁর কষ্ট অনুধাবন করতে শুরু করবেন। চরিত্রটা নেতিবাচক না বলে ধূসর বলতে চাচ্ছি।’

চরিত্রটির জন্য মুম্বাই এসে অডিশন দিতে হয়েছে রাশিকে। তিনি বলেন, ‘আমি অডিশন দিতে পছন্দ করি। কারণ এটি একজন অভিনয়শিল্পীর ক্ষমতা সম্পর্কে অনেক কিছু বলে। এর আগে এমন চরিত্রে অভিনয় করিনি। এটি করার সময়, আমাকে প্রথম যেটা লক্ষ রাখতে হয়েছে, অতিরিক্ত যেন কিছু না হয়ে যায়। সংলাপ দিতে গিয়ে একটা সাইকো মেয়ের যে শারীরিক ভাষা হয়, তার জন্য ব্যাপক প্রস্তুতি নিতে হয়েছে। অনেক দৃশ্যে শুধু চোখ দিয়ে অনেক কিছু বলা হয়েছে। সেসব আয়ত্ত করতে হয়েছে। অদ্ভুত এক নারী, বাস্তবে যার সঙ্গে আমার একদমই কোনো মিল নেই।’

রাশি মনে করেন, তিনি একজন মনোবিজ্ঞানের ছাত্রী বলেই চরিত্রের গভীরে যেতে পেরেছেন। তবে প্রস্তুতির সময় পরিচালক যথেষ্ট সহযোগিতা করেছেন। বড় পর্দা থেকে ওটিটিতে আসছেন। কেমন অনুভূতি? রাশি বলেন, ‘প্রতিটি কাজের সুযোগকে নিজেকে পুনরায় উদ্ভাবনের সুযোগ হিসেবে দেখি। তাই আমি যা করি, তার সেরাটা করার চেষ্টা করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত