Ajker Patrika

পিকের মতো ‘প্রতারণা’র ঘটনা আছে আরও

আপডেট : ০৬ জুন ২০২২, ১৭: ১২
পিকের মতো ‘প্রতারণা’র ঘটনা আছে আরও

মাঠের বাইরের ব্যক্তিগত, পারিবারিক এক ঘটনা আলোড়ন তুলেছে ফুটবল আর বিনোদন দুনিয়ায়। জীবনসঙ্গিনীর সঙ্গে প্রতারিত করে অন্য সম্পর্কে জড়িয়েছেন জেরার্ড পিকে। শুরুতে গুঞ্জন আকারে ছড়ালেও পরে যৌথ বিবৃতিতে পিকে এবং তাঁর পপ তারকা স্ত্রী শাকিরা নিজেদের আলাদা হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। ফুটবলারদের এমন বিবাহবহির্ভূত বা একটি সম্পর্কে থেকে অন্য সম্পর্কে জড়ানোর এমন উদাহরণ একেবারে কম নয়। এর আগে মেসুত ওজিল, থিয়েরি অঁরি, মাউরকো ইকার্দি, প্যাটট্রিক এভরা, অ্যাশলে কোল, ওয়েইন রুনি, জন টেরির মতো তারকারাও একই ধরনের ঘটনায় আলোচনায় এসেছিলেন।

মেসুত ওজিলমেসুত ওজিল, জার্মানি
সময়ের অন্যতম সেরা তারকাদের একজন আর্সেনালের সাবেক প্লে-মেকার মেসুত ওজিল। একাধিকবার প্রতারণার সম্পর্কে জড়ানোর অভিযোগ আছে ওজিলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ক্রিস্টিয়ান লেল। ওজিলের এই জার্মান সতীর্থের দাবি ছিল ওজিল তাঁর প্রেমিকা মেলানিয়ে রিকিনগেরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। সে সময় লেল ওজিল ও মেলানিয়ের মধ্যে আদান-প্রদান করা কিছু বার্তাও পড়ে শোনান।

থিয়েরি অঁরিথিয়েরি অঁরি, ফ্রান্স
ফুটবল ক্যারিয়ারে খুব একটা বিতর্কে জড়াননি থিয়েরি অঁরি। তবে প্রতারণার দায় এড়াতে পারেননি ফ্রান্স ও আর্সেনালের এই কিংবদন্তি ফুটবলারও। ২০০৩ সালে ব্রিটিশ মডেল ক্লাইরে মেরিকে বিয়ে করেন অঁরি। তাঁদের সংসারে এক কন্যাও আছে। তবে পাঁচ বছর পর ২০০৮ সালে এ দুজনের বিয়ে ভেঙে যায়। এই বিবাহবিচ্ছেদের পেছনে ছিল অঁরির সুইডিশ মেকআপ-আর্টিস্ট সাদিয়ে হিউলেটের সঙ্গে সম্পর্কে জড়ানো। সাবেক স্ত্রীকে ৮ মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয় অঁরিকে। 

জন টেরিজন টেরি, ইংল্যান্ড
সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর একটি ঘটেছিল সাবেক ইংল্যান্ড অধিনায়ক জন টেরির জীবনে। সতীর্থ ওয়েইন ব্রিজের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনার ঝড় তুলেছিলেন তিনি। এমনকি এই ঘটনার জেরে ফুটবলকেই বিদায় জানিয়ে দেন ব্রিজ। এই ইংলিশ ফুটবলার বলেছিলেন, টেরির সঙ্গে খেলা সম্ভব নয় বলেই ফুটবল ছাড়ছেন তিনি। টেরিকে চেলসির পাশাপাশি জাতীয় দলের অধিনায়কত্বও ছাড়তে হয়েছিল তখন।

মাউরো ইকার্দিমাউরো ইকার্দি, আর্জেন্টিনা
মাউরো ইকার্দিও টেরির মতো সতীর্থের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ওয়ান্ডা নারার সঙ্গে আর্জেন্টাইন তারকা যখন প্রেম শুরু করেন, তখনো তিনি ম্যাক্সি লোপেজের স্ত্রী। তবে ইকার্দির সঙ্গে সম্পর্কে জড়িয়ে লোপেজের সঙ্গে সম্পর্কের ইতি টানেন নারা। এরপর ইকার্দি ও নারা বিয়ে করে সংসারজীবন শুরু করেন। তবে গুঞ্জন আছে, তাঁর এই কাণ্ড পছন্দ হয়নি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। যে কারণে জাতীয় দলেও আর থিতু হতে পারেননি ইকার্দি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত