Ajker Patrika

দুরন্ত টিভিতে আসছে এলিয়েন টুমলু

দুরন্ত টিভিতে আসছে এলিয়েন টুমলু

শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক দেশের একমাত্র চ্যানেল দুরন্ত টিভি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘টুমলু’। আজ থেকে প্রতিদিন বেলা ১টা ও রাত ৮টায় দেখা যাবে ৩০ পর্বের নাটকটি। লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ, পরিচালনায় মোস্তাক আহমেদ টিটু ও জামাল হোসেন আবির।

‘টুমলু’ নামের এ নাটকের গল্প তৈরি হয়েছে টুমলু নামের এক এলিয়েনকে ঘিরে, পৃথিবীর হিসাব অনুযায়ী যার বয়স ৪ হাজার ২১১ বছর। তবে যে গ্রহ থেকে টুমলু এসেছে, সেখানে সে ক্লাস টুতে পড়ে। সেখানকার স্কুলে পড়ানো হয় জাদু বিষয়ে। টুমলু ভীষণ অমনোযোগী ছাত্র। একদিন ক্লাসে ভুল মন্ত্র পড়ে ভুলক্রমে পৃথিবীতে চলে আসে টুমলু।

পৃথিবীতে এসে টুমলুর বন্ধুত্ব হয় সারা ও তার দুই ভাই বিলু-বিপুর সঙ্গে। ধীরে ধীরে সে সারাদের পরিবারের অংশ হয়ে ওঠে। টুমলুর ভুল জাদুর কারণে নানা রকম মজার ঘটনা ঘটতে থাকে। এ সময় ঢাকারয় বিভিন্ন জায়গায় ছেলেধরার উৎপাত বেড়ে যায়। ছোট ছেলেমেয়ে থাকায় ছেলেধরা দলের নজর পড়ে সারাদের বাড়িতে। তারা এই বাড়ির ছেলেমেয়েদের ধরার চেষ্টা করতে থাকে। টুমলু তার জাদুর সাহায্যে সারাদের পরিবারকে রক্ষা করে। টুমলুর সহায়তায় ছেলেধরার দুষ্ট চক্র ধরা পড়ে।

ধারাবাহিকটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে শাহপরান রুদ্র, নাজাহ আলাইনা, জাওয়াদ হাসান খান, আবরার হোসেন খান, জয়েৎ কল্যাণ, তাওসিফ সাদমান তূর্য ও নুশাবা মাহভীন। অন্যান্য চরিত্রে আছেন আইনুন পুতুল, সমাপ্তি মাসুক, মাহমুদুল ইসলাম মিঠু, মাইমুনা মম, সাকিনা ইসলাম ঈশিকা, মারুফ মিঠু, পঙ্কজ মজুমদার, জুলফিকার চঞ্চল, হিমে হাফিজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত