Ajker Patrika

কোরবানির ঈদ সামনে রেখে টুংটাং শব্দে মুখর কামারপল্লি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫: ২৯
কোরবানির ঈদ সামনে রেখে টুংটাং শব্দে মুখর কামারপল্লি

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক দিন। এর মধ্যে পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও পুরোনো দা-বঁটি ও ছুরিতে ধার দিতে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরার কামারেরা। টুংটাং শব্দে মুখর কামার পল্লিগুলো। অন্যদিকে প্রশাসন বলছে, ঈদুল আজহার নাম করে নাশকতা করার জন্য কেউ হাতিয়ার প্রস্তুত করছেন কী না, সে বিষয়েও কঠোর নজরদারি করা হচ্ছে।

গত শনিবার সরেজমিন উপজেলার কামারবাড়ির মোড়, সাপমারা, হাসিমপুর, রাধাগঞ্জ, মরজাল, চরসুবুদ্ধি, আমিরগঞ্জসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এই ব্যস্ততা দেখা গেছে। কামারশালাগুলোর পাশ দিয়ে গেলেই কানে বাজছে লোহা পেটানোর টুংটাং শব্দ।

উপজেলার কামারবাড়ির মোড়ে ছুরি-বঁটি কিনতে আসা খলিল মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘গত দুই বছর মহামারির কারণে বাড়ি থেকে অনেকে বেরই হতে পারেনি। এ বছর বড় পশু কোরবানি দিব। নতুন ছুরি-বঁটি কিনতে হবে। দাম বেশ চড়া। তবুও কিনতে হচ্ছে।’

মহাদেব কর্মকার বলেন, লোহার দাম এখন একটু বেশি। চাপাতি প্রতি কেজি ৩০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছ। চামড়া ছাড়ানোর ছুরি ৬০ থেকে ১২০ টাকা। পশু জবাইয়ের ছুরি ২০০ থেকে ৬০০ টাকা। চায়নিজ কুড়াল বিক্রি হচ্ছে ৩০০ থেকে ১ হাজার টাকা দরে।

রায়পরা থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, ঈদুল আজহার নাম করে নাশকতা করার জন্য কেউ হাতিয়ার প্রস্তুত করছেন কী না, সে বিষয়েও কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত