Ajker Patrika

‘লস্ট’ নিয়ে আসছেন ইয়ামি গৌতম

‘লস্ট’ নিয়ে আসছেন ইয়ামি গৌতম

সুজিত সরকারের ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বলিউডে নাম লেখান ইয়ামি গৌতম। সেই থেকে ক্যারিয়ারের গ্রাফটা ওপরের দিকেই ছুটছে তাঁর। ১৬ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘লস্ট’। বানিয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

‘দসভি’ সিনেমায় সাহসী পুলিশ কর্মকর্তার পর এ সিনেমায় ইয়ামিকে দেখা যাবে ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। ইয়ামি জানিয়েছেন, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র এটি। এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি গিয়েছিলেন কলকাতায়। সেখানে ইয়ামি বলেন, ‘আমি সব সময় ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করি। একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না। আসলে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পর্দায় নিজেকে উপভোগ করতে চাই।’

ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামি। তাঁর মতে, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতে সিনেমা মুক্তিও কঠিন কাজ। প্ল্যাটফর্মগুলোতে যেকোনো সিনেমা নেওয়া হয় না। এ ছাড়া যে দর্শক ওটিটিতে সিনেমা দেখেন, তাঁরাই হলে যান সিনেমা দেখতে। তাই দর্শকের কাছে গল্প ও অভিনয় ভালো লাগা জরুরি বলে মনে করেন ইয়ামি।

‘লস্ট’ সিনেমাটি নিয়ে নির্মাতা অনিরুদ্ধ রায় বলেন, ‘এটি পুরোটাই ইনভেস্টিগেটিভ ড্রামা; কিন্তু তার মধ্যে সম্পর্ক, ভালোবাসা, ধোঁকা—সবই রয়েছে। এ সবকিছুর মাঝেই নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলবে লস্ট।’

ইয়ামি ছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভুপলম, পিয়া বাজপেয়ি, তুষার পাণ্ডে প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত