২৫ আগস্ট ১৯৭১ একটি অন্য রকম অপারেশনে অংশ নিয়েছিলেন রুমী। ক্র্যাক প্লাটুনের সদস্য হয়ে দুটি গাড়ি হাইজ্যাক করেছিল গেরিলারা। তার একটিতে ছিলেন কাজী, বদি, স্বপন, জুয়েল, রুমী আর হাবিব। অন্য দলটিতে ছিলেন চুল্লু, মুক্তার, জিয়া, হ্যারিস।
পাকিস্তানি বাহিনীকে ভড়কে দেওয়ার জন্য ছিল সে অপারেশন। একটি রোমাঞ্চকর সফল অ্যাকশন ছিল সেটা। রুমী জুন মাসে ঢাকা ছেড়েছিলেন। মেলাঘরে পৌঁছে ট্রেনিং শেষে ঢাকায় ফিরেছিলেন আগস্ট মাসে। কিছু অ্যাকশনের সঙ্গে যুক্ত হওয়ার পর সে মাসেই তিনি ধরা পড়েন। চুল্লুর সঙ্গে অপারেশনের ফাঁকে ফাঁকে যখন কথা হতো, তখন রুমী মাঝে মাঝেই বলতেন, ‘চলো, আমরা দুজনে মিলে অ্যাকশন করি। চলো, রমনা থানায় একটা গ্রেনেড মেরে আসি!’
চুল্লু হেসে বলতেন, ‘তারপর এসে আমার বাসায় ঢুকবে, ওরা তো দেখবে কোথায় ঢুকেছ।’
২৯ আগস্ট ধরা পড়ার পর প্রচণ্ড নির্যাতনের পরও রুমী তাঁর সহযোগী যোদ্ধাদের কারও নাম ফাঁস করে দেননি। চুল্লুকেও যখন ২৯ আগস্ট মধ্যরাতে চোখ বেঁধে ধরে আনা হলো, তখন রুমীর ওপর নির্যাতন চলছিল। বুটের লাথিসহ অসহ্য যন্ত্রণাকর নির্যাতনের মধ্যেও রুমী বলে চলেছিলেন, ‘আমি জানি না, আমি জানি না।’
চুল্লুকে সেই ঘরে ঢুকিয়ে রুমীকে জিজ্ঞেস করা হলো, ‘তুমি একে চেনো?’
রুমী বলল, ‘না, আমি ওকে চিনি না। ওকে দেখেছি, ও আমাকে দেখেছে। হ্যালো হাই হয়েছে। কিন্তু ওর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই।’
এরপর আবার শুরু হয়েছে নির্যাতন। রুমী আর্তনাদ করেছেন, কিন্তু একবারের জন্যও কারও নাম প্রকাশ করেননি। রুমীকে এরপর রাখা হলো চুল্লুর পাশে। রুমী বললেন, ‘কেউ কিছু বলেনি। সামাদ সব বলে দিয়েছে। সবার নাম। আলতাফ মাহমুদের নাম, তোমাদের সবার নাম।’
সেপ্টেম্বরের ৪ বা ৫ তারিখের পর রুমীর সঙ্গে আর দেখা হয়নি চুল্লুর।
সূত্র: মাসুদ সাদেক চুল্লু, শহীদ শাফী ইমাম রুমী স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১২২-১২৪
২৫ আগস্ট ১৯৭১ একটি অন্য রকম অপারেশনে অংশ নিয়েছিলেন রুমী। ক্র্যাক প্লাটুনের সদস্য হয়ে দুটি গাড়ি হাইজ্যাক করেছিল গেরিলারা। তার একটিতে ছিলেন কাজী, বদি, স্বপন, জুয়েল, রুমী আর হাবিব। অন্য দলটিতে ছিলেন চুল্লু, মুক্তার, জিয়া, হ্যারিস।
পাকিস্তানি বাহিনীকে ভড়কে দেওয়ার জন্য ছিল সে অপারেশন। একটি রোমাঞ্চকর সফল অ্যাকশন ছিল সেটা। রুমী জুন মাসে ঢাকা ছেড়েছিলেন। মেলাঘরে পৌঁছে ট্রেনিং শেষে ঢাকায় ফিরেছিলেন আগস্ট মাসে। কিছু অ্যাকশনের সঙ্গে যুক্ত হওয়ার পর সে মাসেই তিনি ধরা পড়েন। চুল্লুর সঙ্গে অপারেশনের ফাঁকে ফাঁকে যখন কথা হতো, তখন রুমী মাঝে মাঝেই বলতেন, ‘চলো, আমরা দুজনে মিলে অ্যাকশন করি। চলো, রমনা থানায় একটা গ্রেনেড মেরে আসি!’
চুল্লু হেসে বলতেন, ‘তারপর এসে আমার বাসায় ঢুকবে, ওরা তো দেখবে কোথায় ঢুকেছ।’
২৯ আগস্ট ধরা পড়ার পর প্রচণ্ড নির্যাতনের পরও রুমী তাঁর সহযোগী যোদ্ধাদের কারও নাম ফাঁস করে দেননি। চুল্লুকেও যখন ২৯ আগস্ট মধ্যরাতে চোখ বেঁধে ধরে আনা হলো, তখন রুমীর ওপর নির্যাতন চলছিল। বুটের লাথিসহ অসহ্য যন্ত্রণাকর নির্যাতনের মধ্যেও রুমী বলে চলেছিলেন, ‘আমি জানি না, আমি জানি না।’
চুল্লুকে সেই ঘরে ঢুকিয়ে রুমীকে জিজ্ঞেস করা হলো, ‘তুমি একে চেনো?’
রুমী বলল, ‘না, আমি ওকে চিনি না। ওকে দেখেছি, ও আমাকে দেখেছে। হ্যালো হাই হয়েছে। কিন্তু ওর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই।’
এরপর আবার শুরু হয়েছে নির্যাতন। রুমী আর্তনাদ করেছেন, কিন্তু একবারের জন্যও কারও নাম প্রকাশ করেননি। রুমীকে এরপর রাখা হলো চুল্লুর পাশে। রুমী বললেন, ‘কেউ কিছু বলেনি। সামাদ সব বলে দিয়েছে। সবার নাম। আলতাফ মাহমুদের নাম, তোমাদের সবার নাম।’
সেপ্টেম্বরের ৪ বা ৫ তারিখের পর রুমীর সঙ্গে আর দেখা হয়নি চুল্লুর।
সূত্র: মাসুদ সাদেক চুল্লু, শহীদ শাফী ইমাম রুমী স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১২২-১২৪
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫