Ajker Patrika

ভারতের শোবিজে দেশের শিল্পীরা

ভারতের শোবিজে দেশের শিল্পীরা

বাংলাদেশের অনেক শিল্পীই দেশের পাশাপাশি সমানতালে কাজ করছেন ভারতে। সেখানে জনপ্রিয়ও হয়ে উঠেছেন তাঁরা। বাংলা কনটেন্টের বাজার বাড়াতে সেখানকার প্রযোজক ও নির্মাতারা আগ্রহী হয়ে উঠছেন ঢাকার শিল্পীদের নিয়ে। ভারতে বাংলাদেশি তারকাদের মুক্তি প্রতীক্ষিত ও নতুন কাজ নিয়ে শিহাব আহমেদের প্রতিবেদন। 

জয়া আহসান জয়া আহসান 
টালিগঞ্জে অনেক দিনের পরিচিত মুখ ঢাকার জয়া আহসান। দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর কলকাতায় মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘দশম অবতার’। বানিয়েছেন সৃজিত মুখার্জি। রহস্যময় চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন জয়া। মুক্তির অপেক্ষায় আছে জয়া অভিনীত ‘ওসিডি’, ‘ভূতপরী’, ‘কালান্তর’ ও ‘পুতুল নাচের ইতিকথা’। এ বছর অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে তাঁর।

মোশাররফ করিমমোশাররফ করিম
সম্প্রতি মোশাররফ করিম চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অরিন্দম শীলের নতুন ওয়েব সিরিজে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে তৈরি হবে সিরিজটি। এতে হাজারি ঠাকুর চরিত্রে দেখা যাবে মোশাররফকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘হুব্বা’ সিনেমাটি। পশ্চিমবঙ্গের হুগলির শীর্ষ সন্ত্রাসী হুব্বা শ্যামল মাওলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। বানিয়েছেন ব্রাত্য বসু। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। 

চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী 
নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ মৃণালের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পরিচালনায় সৃজিত মুখার্জি। চলতি বছরেই সিনেমাটি দুই বাংলায় মুক্তির পরিকল্পনা রয়েছে। চঞ্চল শুটিং শুরু করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজের। তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের ‘গণদেবতা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হবে সিরিজটি। উপন্যাসের মুখ্য চরিত্র দেবনাথ ঘোষ বা দেবু চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। এ ছাড়া প্রসূন চট্টোপাধ্যায়ের নতুন সিনেমায় চঞ্চল অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। 

রাফিয়াত রশিদ মিথিলা রাফিয়াত রশিদ মিথিলা 
পশ্চিমবঙ্গের ওটিটি কিংবা সিনেমা—একের পর এক নতুন কাজের খবর আসছে রাফিয়াত রশিদ মিথিলার। সম্প্রতি যুক্ত হয়েছেন কলকাতার গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নামের সিনেমাটি বানাবেন পশ্চিমবঙ্গের ক্রীড়া সাংবাদিক দুলাল দে। এতে নার্স চরিত্রে দেখা যাবে মিথিলাকে। মিথিলার হাতে রয়েছে অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’, অর্ণব মিদ্যার ‘মেঘলা’ ও অরুনাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’।

অপূর্ব অপূর্ব 
অভিনেতা অপূর্ব সম্প্রতি নাম লিখিয়েছেন টালিউডে। টালিউডে তাঁর প্রথম সিনেমা ‘চালচিত্র’। নির্মাতা প্রতিম ডি গুপ্ত। গত সপ্তাহে কলকাতায় শুরু হয়েছে শুটিং। অপূর্বকে দেখা যাবে পুলিশ চরিত্রে। 

বাঁধন 
৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাবে আজমেরি হক বাঁধন অভিনীত ‘খুফিয়া’। বিশাল ভরদ্বাজ পরিচালিত এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাঁধনকে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সিক্রেট এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।  

নুসরাত ফারিয়া 
ক্যারিয়ারের শুরু থেকেই দুই বাংলায় সমানতালে কাজ করছেন নুসরাত ফারিয়া। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়ার ‘রকস্টার’ সিনেমাটি। পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। শুটিং শুরুর অপেক্ষায় আছে বাবা যাদবের পরিচালনায় নতুন আরও একটি সিনেমা। 

সিয়াম আহমেদ সিয়াম আহমেদ 
টালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন সিয়াম আহমেদ। নাম চূড়ান্ত না হওয়া রাজা চন্দর নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় সংগীতশিল্পীর চরিত্রে দেখা যাবে সিয়ামকে। 

বিদ্যা সিনহা মিম বিদ্যা সিনহা মিম 
বছরের শেষে পশ্চিমবঙ্গের পর্দায় হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে মিম অভিনীত ‘মানুষ’। বানিয়েছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। মিম থাকছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। 

তাসনিয়া ফারিণতাসনিয়া ফারিণ 
কলকাতায় অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ মুক্তির আট মাসের মাথায় ফারিণ দিয়েছেন নতুন সিনেমার খবর। এবারও টালিউডে ভরসা রাখলেন অভিনেত্রী। সিনেমার নাম ‘পাত্রী চাই’। বানাবেন বিপ্লব গোস্বামী। এ বছই শুরু হবে শুটিং। 

কাজী নওশাবা আহমেদ
কলকাতায় ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার শুটিং করছেন নওশাবা। এটি টালিউডে তাঁর প্রথম সিনেমা। বানাচ্ছেন অনীক দত্ত। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সিনেমার গল্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত