Ajker Patrika

ওসি পরিচয়ে ফোনে ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগ

নান্দাইল প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ৫৭
ওসি পরিচয়ে ফোনে ফাঁদ পেতে টাকা হাতানোর অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে ওসি (তদন্ত) পরিচয়ে মোবাইলে ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেছেন, যে নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে তা ওসি তদন্ত বা থানার কারও নয়।

জানা গেছে, গত কয়েক দিন ধরে একটি প্রতারক চক্র ওসি (তদন্ত) পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছিল। প্রতারক চক্রটি ০১৭৩৩-৩১৪৭৯৬ ও ০১৩১৬-২৩৮৩০৩ নম্বরের মাধ্যমে ফোন দিয়ে ওসি (তদন্ত) এর পরিচয়ে নিজ বাড়িতে মসজিদ নির্মাণ ও উন্নয়নে কথা বলে টাকা হাতিয়ে নেয়। ওসি (তদন্ত) পরিচয়দানকারী প্রতারক চক্রটি উপজেলার গাংগাইল ইউনিয়নের গ্রাম পুলিশ রুবেল মিয়া ও ইসলাম উদ্দিনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক, দানশীল, সমাজসেবক ব্যক্তির কাছ থেকে ফোনে নান্দাইল থানার ওসি (তদন্ত) পরিচয়ে টাকা আদায় করে।

গ্রাম পুলিশ রুবেল মিয়া ও ইসলাম উদ্দিন জানান, চক্রটি ফোনে ওসি (তদন্ত) পরিচয় দেয়। নিজ বাড়ির মসজিদ উন্নয়নের কথা বলে। আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করে ২০ হাজার করে ৪০ হাজার টাকা ০১৭৩৩-৩১৪৭৯৬,০১৩১৬-২৩৮৩০৩ দুটি নম্বরে পাঠিয়েছি। পরে জানতে পারছি প্রতারণার ফাঁদে পড়েছি।

গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুল জানান, ওসি তদন্ত নান্দাইল পরিচয়ে অজ্ঞাত দুইটি ফোন নম্বর থেকে ওসির নিজ বাড়ির মসজিদ উন্নয়নকাজের কথা বলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়। এখন পর্যন্ত অনেককেই ফোন দিয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে।

নান্দাইল থানার ওসি (তদন্ত) বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। তবে সকলকে সতর্ক থাকার আহ্বান করছি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, অজ্ঞাত দুটি নম্বর পরিদর্শক (তদন্ত) বা থানার কারও নয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ রকম কোনো ফোন নম্বরে টাকা চাইলে থানায় অবহিত করতে আহ্বান করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত