কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের পর কেন্দ্র থেকে কর্মকর্তারা ফেরার সময় হামলা ও দুটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। গ্রেপ্তার আতঙ্কে ছয়টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউপি নির্বাচনে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জানতে চাইলে মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এরপর ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জামাদিসহ কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪-৫ শত জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। চার দিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আক্রমণকারীরা নির্বাচনী সীমানায় ঢুকে কেন্দ্রের কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে পুলিশ ১৫০টি গুলি, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি, কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ ১৪ জন জখম হই।’
সংরক্ষিত নারী সদস্য প্রার্থী অজুফা খাতুন বলেন, ‘ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং অফিসার অন্যদের নিয়ে চলে যেতে চাইলে, এলাকাবাসী বাধা দেয়। এই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার পর ভয়ে ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের ছয়টি গ্রামের পুরুষ লোক বাড়িতে থাকেন না। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের পর কেন্দ্র থেকে কর্মকর্তারা ফেরার সময় হামলা ও দুটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। গ্রেপ্তার আতঙ্কে ছয়টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউপি নির্বাচনে গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর কটিয়াদী মডেল থানায় মামলাটি দায়ের করেন।
জানতে চাইলে মামলার বাদী সিরাজুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এরপর ব্যালট বাক্স, নির্বাচনী সরঞ্জামাদিসহ কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে ওই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ৪-৫ শত জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পথরোধ করে। চার দিক থেকে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে আক্রমণকারীরা নির্বাচনী সীমানায় ঢুকে কেন্দ্রের কাজে ব্যবহৃত দুটি মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দেয়। এ পরিস্থিতিতে পুলিশ ১৫০টি গুলি, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ছোড়ে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমি, কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিশ ও আনসারসহ ১৪ জন জখম হই।’
সংরক্ষিত নারী সদস্য প্রার্থী অজুফা খাতুন বলেন, ‘ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং অফিসার অন্যদের নিয়ে চলে যেতে চাইলে, এলাকাবাসী বাধা দেয়। এই পরিপ্রেক্ষিতে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার পর ভয়ে ধুলদিয়া সহশ্রাম ইউনিয়নের ছয়টি গ্রামের পুরুষ লোক বাড়িতে থাকেন না। এই অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদত হোসেন বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫